Kolkata Fire

নিউ টাউনের সেন্ট্রাল মলের কাছে অগ্নিকাণ্ড! আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনল দমকল

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ নিউ টাউনের সেন্ট্রাল মলের অদূরে একটি সাইকেলের শোরুমে আগুন লেগে যায়। জায়গাটি সেন্ট্রাল মলের ঠিক পিছনেই হওয়ায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ২৩:৪০
Share:

— প্রতীকী চিত্র।

একই দিনে জোড়া অগ্নিকাণ্ড শহরে! শুক্রবার দুপুরে সল্টলেকের সেক্টর ফাইভের কাছে একটি কারখানায় আগুন লেগে গিয়েছিল। সন্ধ্যায় ফের আগুন লাগল নিউ টাউনে। একের পর এক অগ্নিকাণ্ডে প্রশ্নের মুখে নিরাপত্তা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ নিউ টাউনের সেন্ট্রাল মলের অদূরে একটি সাইকেলের শোরুমে আগুন লেগে যায়। জায়গাটি সেন্ট্রাল মলের ঠিক পিছনেই হওয়ায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকেলর দু’টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও ওই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে ঠিক কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, মাত্র তিন দিনের ব্যবধানে কলকাতায় তিন তিনটি অগ্নিকাণ্ড ঘটল। শুক্রবার দুপুরেই সল্টলেকের সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছিল। বাইরে থেকে শোনা যাচ্ছিল একের পর এক বিস্ফোরণের শব্দ। দ্রুত আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। শেষমেশ প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। এর আগে মঙ্গলবার রাতে কলকাতার মেছুয়াবাজারে ঋতুরাজ হোটেলে আগুন লাগার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। তাঁদের বেশির ভাগই দমবন্ধ হয়ে মারা যান। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই আবহে আবার জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার আর এক প্রান্তে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement