ভোররাতে ট্যাংরায় ভস্মীভূত ঝুপড়ির পর ঝুপড়ি, মরল গবাদি পশুও

ভয়াবহ আগুন লাগল ট্যাংরায়। সোমবার ভোরে আগুন লাগে রেললাইন লাগোয়া ট্যাংরার মেহের আলি লেনের বস্তিতে। ভস্মীভূত হয়ে গিয়েছে ৭০ -৮০টি ঝুপড়ি। দমকলের ২০টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টা তিনেকের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন মহম্মদ মোস্তাফা নামে স্থানীয় এক বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ০৯:১২
Share:

ভয়াবহ আগুন লাগল ট্যাংরায়। সোমবার ভোরে আগুন লাগে রেললাইন লাগোয়া ট্যাংরার মেহের আলি লেনের বস্তিতে। ভস্মীভূত হয়ে গিয়েছে ৭০ -৮০টি ঝুপড়ি। দমকলের ২০টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টা তিনেকের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন মহম্মদ মোস্তাফা নামে স্থানীয় এক বাসিন্দা।

Advertisement

দমকল সূত্রে খবর, এ দিন ভোর তিনটে নাগাদ আগুন লাগে ট্যাংরার ওই বস্তিতে। ঝুপড়িগুলিতে প্লাস্টিক-সহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকায় ভয়াবহ আকার ধারণ করে আগুন। ভোরবেলায় উত্তুরে হাওয়ার দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় ৭০ থেকে ৮০টি ঝুপড়ি। আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হন স্থানীয় এক বাসিন্দা। তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুড়ে মৃত্যু হয় বেশ কয়েকটি গবাদি পশুরও।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খবর দেওয়া সত্ত্বেও দেরিতে এসেছে দমকল। যদিও অভিযোগ অস্বীকার করেছে দমকল। দমকলের আধিকারিকদের দাবি, এলাকা ঘিঞ্জি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয় দমকলের গাড়িগুলিকে। ঘুর পথে যেতে হয় দমকলকে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement