এসি থেকে আগুন, রক্ষা পেল হাসপাতাল

বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল চিত্তর়়ঞ্জন ক্যানসার হাসপাতাল। মঙ্গলবার সকালে হাসপাতালের চারতলায় একটি ঘরে আগুন লাগে। তবে কয়েক মিনিটের মধ্যে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে ফেলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল থেকে বেরোচ্ছে দমকল। মঙ্গলবার। নিজস্ব চিত্র

বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল চিত্তর়়ঞ্জন ক্যানসার হাসপাতাল। মঙ্গলবার সকালে হাসপাতালের চারতলায় একটি ঘরে আগুন লাগে। তবে কয়েক মিনিটের মধ্যে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে ফেলে।

Advertisement

হাসপাতাল সূত্রের খবর, চারতলার পূর্ব দিকে রয়েছে ‘সেন্ট্রাল রিসার্চ ইনস্ট্রুমেন্টাল ফেসিলিটি’র ঘর। ১০০-১৫০ বর্গফুটের ওই ঘরেই সকাল ১১টা ৪০ নাগাদ আগুন লাগে। ঘরটির মাঝ বরাবর কাঠের পাটাতন গিয়ে ভাগ করা। দু’পাশে গবেষণাগার। ওই ঘরের একেবারে শেষে থাকা এসি মেশিনেই প্রথম আগুন লাগে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলেই দাবি করেছেন ওই হাসপাতালের অধিকর্তার অনুপস্থিতিতে দায়িত্বে থাকা চিকিৎসক চিন্ময়কুমার পাণ্ডা। তিনি বলেন, ‘‘এই ঘরে রোগী আসার কোনও ব্যাপার নেই। তাই তেমন সমস্যা হয়নি। যেটুকু পুড়েছে, তাতে গবেষণারও ক্ষতি হবে না। পোড়া অংশ সাফ করা হয়েছে। তবে এসি দু’টি আবার সারাতে হবে।’’

প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে ঘটনার ৫-৭ মিনিটের মধ্যে দমকল পৌঁছে যাওয়ায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। কয়েক জন পথচারী জানান, এ দিন হাসপাতালের পাশে একটি বাড়ির বাসিন্দা এক মহিলা ধোঁয়া

Advertisement

বেরোতে দেখে ‘আগুন, আগুন’ বলে চিৎকার করতে থাকেন। এর পরে খবর যায় ভবানীপুর থানায়। পুলিশ আসার পরে চলে আসে দমকলও। হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের সুপারভাইজার প্রবীর শিকদার জানান, পুরো ঘরটি ধোঁয়ায় ভরে যাওয়ায় নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢুকতে পারেননি। তাঁরা বাইরে থেকেই অগ্নি-নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি দমকল এসে ১৫ মিনিটের মধ্যে পুরো

আগুন নেভায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন