দোকান খোলা রাখতে বৈঠক মেয়রের

পুরসভা সূত্রের খবর, শহরে পুরসভার নিজস্ব ৪২টি বাজারও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ০২:০২
Share:

মেয়র ফিরহাদ হাকিম।—ফাইল চিত্র।

আজ, বুধবার ধর্মঘটের দিনে শহরের দোকানপাট খোলা রাখতে উদ্যোগী হল প্রশাসন। মঙ্গলবার এ নিয়ে শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এক জরুরি বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে কলকাতা পুলিশের একাধিক পদস্থ কর্তাও হাজির ছিলেন। এনআরসি, নয়া নাগরিকত্ব আইন, এনপিআর-সহ একাধিক বিষয়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম এবং কংগ্রেস দল। রাজ্য প্রশাসনের তরফে মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম আগেই জানিয়ে দিয়েছেন, প্রতিবাদের বিষয় সমর্থন করলেও, তাঁরা ধর্মঘটের বিরোধী। নয়া নাগরিকত্ব আইন এবং এনআরসি-র বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণ আন্দোলন চলছে রাজ্যজুড়ে। তাই বুধবার দোকানপাট খোলা রাখতে এ দিন শহরের ব্যবসায়ী সংগঠনকে অনুরোধ করেন ফিরহাদ। ব্যবসায়ীরা তাঁকে আশ্বস্তও করেছেন। তবে তাঁদের নিরাপত্তার দিকটিও প্রশাসনকে নজরে রাখার কথা ব্যবসায়ীরা মেয়রকে জানান। পরে ফিরহাদ বলেন, ‘‘আমরা ওঁদের বলেছি, নিরাপত্তার জন্য পুলিশের পিকেট থাকবে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা থাকবে।’’

Advertisement

পুরসভা সূত্রের খবর, শহরে পুরসভার নিজস্ব ৪২টি বাজারও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে পুরসভার বাজার দফতরের অফিসারদের প্রতিটি বাজারে গিয়ে খোঁজখবর রাখতে বলা হয়েছে। কোথাও কোনও গোলমাল হলে সঙ্গে সঙ্গে পুরসভার কন্ট্রোল রুমে খবর পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে মেয়র বলেন, ‘‘পুরসভার সব কর্মীদের হাজির থাকতে বলা হয়েছে। কেউ গরহাজির হলে তাঁর বেতন কাটা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন