শহরে ধৃত পাঁচ বাংলাদেশি

রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করতে দেখে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে হাতিয়ারা বাসস্ট্যাণ্ডের কাছ থেকে ওই পাঁচ জনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৫ ২১:৪৫
Share:

রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করতে দেখে পাঁচ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে হাতিয়ারা বাসস্ট্যাণ্ডের কাছ থেকে ওই পাঁচ জনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। ধৃতদের নাম সইদুল মোল্লা, রাজু মোল্লা, নুর মহম্মদ, নুর ইসলাম ও মহম্মদ আলি মোল্লা। তদন্তকারীরা জানান, ধৃতদের কাছে এ দেশে বসবাসের কোনও বৈধ কাগজপত্র ছিল না। পুলিশি জেরায় ধৃতেরা বাংলাদেশের নাগরিক হওয়ার কথা স্বীকার করেছে। কাজের উদ্দেশ্যে তারা হাতিয়ারায় এসেছিল বলে জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement