পাভলভ মানসিক হাসপাতাল থেকে পলাতক মেহতাব আলম মোল্লার শনিবার রাত পর্যন্ত কোনও খোঁজ পেল না পুলিশ। ২০১২ সালের ডিসেম্বরে নাদিয়াল থানা এলাকার বাসিন্দা মেহতাব নিজের বোনের মাথা কেটে আত্মসমর্পণ করেছিল থানায়। সেই মামলা চলাকালীন এ বছর মার্চে তার মানসিক সমস্যা দেখা দিলে তাকে পাভলভে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে সেখান থেকেই নিখোঁজ হয় মেহতাব। পুলিশের অনুমান, শৌচাগারের জানালা ভেঙে পালিয়েছিল মেহতাব।