ফ্লোরা ফাউন্টেইন: প্রকৃতির আরও কাছাকাছি

স্বপ্ন’হল সেই জিনিস যা দিয়ে প্রতিটি মানুষ ঘর বাঁধে। জীবনকে উপভোগ করতে পারে সাচ্ছন্দ্যে। তার সঙ্গে অবশ্য শান্তিও চাই সমান তালে।

Advertisement

বিজ্ঞাপন প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ২৩:০৭
Share:

ফ্লোরা ফাউন্টেইন

স্বপ্ন’হল সেই জিনিস যা দিয়ে প্রতিটি মানুষ ঘর বাঁধে। জীবনকে উপভোগ করতে পারে সাচ্ছন্দ্যে। তার সঙ্গে অবশ্য শান্তিও চাই সমান তালে। এবার আপনার এই স্বপ্ন এবং শান্তির মেলবন্ধনের অন্যতম সেরা ঠিকানা হতে পারে কলকাতার কেন্দ্রবিন্দুতে গড়ে ওঠা অ্যালকোভের ফ্লোরা ফাউন্টেইন। যেখানকার পরিবেশ আপনাকে একদম মুগ্ধ করে দেবে। এখানকার এই ফ্ল্যাটগুলি আপনাকে যেমন ভোরের উষ্ণ সূর্যাদয়ের সুখ দেবে, ঠিক তেমনই রাতের স্নিগ্ধ চাঁদের শীতল আলো আপনার মন ও প্রাণকে করে তুলবে প্রাণোজ্জ্বল।

Advertisement

আপনার সমস্ত ক্লান্তি ভুলিয়ে আপনার জীবনকে আরও সুন্দর করে তুলতে সায়েন্স-সিটি ইএম বাইপাসের ধারে অ্যালকোভ তৈরি করেছে ফ্লোরা ফাউন্টেইন। নিজের শহরের মোহময়ী রুপকে একদম কাছ থেকে অনুভব করার জন্য আপনাকে আসতেই হবে এই টুইন টাওয়ার ফ্লোরা ফাউন্টেইনে। এখানকার বেশিরভাগ ফ্ল্যাটই তিন-চার দিক থেকে খোলামেলা। সঙ্গে রয়েছে সবুজ বাগান এবং আট হাজার স্কোয়্যার ফিট-এর বেশি জায়গা জুড়ে সুইমিং পুল। সব মিলিয়ে স্বর্গের অনুভূতি।

এ তো গেল বাইরের পরিবেশের কথা। ফ্লোরা ফাউন্টেইন-এর এই ফ্ল্যাটগুলি ভিতরেও দেখতে পাবেন চোখ ধাঁধানো কারিগরি আর স্থাপত্য। সেই সঙ্গে রয়েছে বিশ্বমানের জীবনযাত্রার জন্য সমস্ত সুযোগ-সুবিধা। শহরের মধ্যে এহেন বিলাসবহুল জীবনযাপন করার ঠিকানা এর থেকে ভাল হতে পারে না।

Advertisement

যে যে কারণে ফ্লোরা ফাউন্টেইনকে আপনি বেছে নেবেন -

১. শহরের মধ্যে তৈরি হওয়া অন্যতম সেরা প্রোজেক্ট। যার আশেপাশের এলাকা ক্রমশ বিকাশ হচ্ছে।

২. ২৬,৮০০ স্কোয়্যার ফিট এলাকা জল এবং ঝরনায় ঘেরা

৩. ৮০০০ স্কোয়্যার ফিট-এর বেশি জায়গা জুড়ে ৫ ধরনের সুইমিং পুল।

৪. ৩৪,৫০০ স্কোয়্যার ফিট জায়গা জুড়ে সবুজে ঘেরা এলাকা

৫. তিন-চার দিক খোলা সাউথ ফেসিং ফ্ল্যাট

৬. উন্নতমানের জীবনযাত্রা

৭. সমস্ত ধরনের আধুনিক সুযোগ সুবিধা

৮. ৭.৫ শতাংশ ছাড় পাওয়া পাবে জিএসটি-তে

তা হলে আর দেরি কেন? ৩৩৬টি পরিবার ইতিমধ্যেই বেছে নিয়েছে ফ্লোরা ফাউন্টেইনকে। আপনিও আজই চলে আসুন অ্যালকোভের ফ্লোরা ফাউন্টেইন-এ। এবং বেছে নিন আপনার স্বপ্নের বিলাসবহুল বাড়ি। বিশদে জানতে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন