Kolkata Municipality

প্রথম বার বাংলা ভাষায় বাড়ির নকশায় অনুমোদন দিল কলকাতা পুরসভা, নাগরিকদের উদ্দেশে কী বার্তা দিলেন মেয়র ফিরহাদ

বাংলা ভাষায় বাড়ির প্ল্যানে অনুমোদন দিল কলকাতা পুরসভা। শুক্রবার ‘টক টু মেয়র’ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৯
Share:

বাংলা ভাষায় বাড়ির প্ল্যানে ছাড়পত্র দিল কলকাতা পুরসভা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলা ভাষায় বাড়ির নকশা (প্ল্যান)-য় অনুমোদন দিল কলকাতা পুরসভা। শুক্রবার ‘টক টু মেয়র’ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

Advertisement

ফিরহাদ জানান, কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় বাড়ির প্ল্যান অনুমোদন করা হল। বাড়িটি পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডে ১৬/১ বোসপুকুর রোডের। নাগরিকদের উদ্দেশে বার্তা, যাঁরা বাংলায় বাড়ির প্ল্যান জমা দেবেন, তাঁদের বাড়ির প্ল্যান বাংলাতেই অনুমোদন করা হবে। যাঁরা ইংরেজিতে বাড়ির প্ল্যান জমা দেবেন, তাঁদের বাড়ির প্ল্যান ইংরেজিতে অনুমোদন করা হবে। মেয়রের অনুরোধ, ‘‘আমরা যে হেতু বাংলায় বসবাস করি, তাই বাংলা ভাষাতেই যেন বিল্ডিং প্ল্যান জমা দেওয়া হয়।’’

প্রসঙ্গত, বাংলা ভাষাকে অপমান করার অভিযোগে রাজ্য রাজনীতিতে তৃণমূল বনাম বিজেপির সংঘাত চরমে। কেন্দ্রের শাসকদল তথা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে রাজ্য থেকে জাতীয় স্তরে সরব হয়েছে তৃণমূল। বাংলা ও বাঙালির অস্মিতা (গরিমা) রক্ষায় আন্দোলন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহে কলকাতা পুরসভার দৈনন্দিন কাজে বাংলা ভাষার ব্যবহারে জোর দিয়েছিলেন মেয়র ফিরহাদ। সিদ্ধান্ত হয়েছে, কলকাতা শহরের সব দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাইনবোর্ডে বাংলা ভাষায় নাম লেখা বাধ্যতামূলক। অন্য ভাষাতেও সাইনবোর্ড লেখা যাবে। তবে বাংলা থাকতেই হবে। এ বার বাংলায় বাড়ির প্ল্যানে অনুমোদন দেওয়াও ‘বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা’র পক্ষে বার্তা দিতেই বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement