দুর্ব্যবহার, অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্তা

মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘বাসিন্দারা এক পুলিশ কর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার-সহ একাধিক অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিলেন। অভিযোগের গুরুত্ব বুঝে পুলিশ কর্তাদের কাছে বিষয়টি জানিয়েছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ০৮:৩০
Share:

ফাইল চিত্র।

প্রাক্তন এক পুলিশকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার, ভীতি প্রদর্শন, হুমকির অভিযোগ করলেন তাঁর প্রতিবেশীরা। নিউ টাউনের একটি বহুতলের ঘটনা। সম্প্রতি বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের কাছে বাসিন্দারা সেই অভিযোগ জানান।

Advertisement

পুরসভা সূত্রের খবর, মেয়র বাসিন্দাদের অভিযোগের কথা পুলিশকর্তাদের জানান। নিউ টাউন থানাতেও অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রাক্তন পুলিশকর্তা সতীশচন্দ্র অগ্রবালের প্রতিবেশী থেকে শুরু করে বহুতলের নিরাপত্তারক্ষী, সকলের সঙ্গেই দুর্ব্যবহার করেন। এর প্রতিবাদ করায় ওই পুলিশকর্তা তাঁদের ভয় দেখিয়েছেন বলেও অভিযোগ।

মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘বাসিন্দারা এক পুলিশ কর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার-সহ একাধিক অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিলেন। অভিযোগের গুরুত্ব বুঝে পুলিশ কর্তাদের কাছে বিষয়টি জানিয়েছি।’’

Advertisement

পুলিশ সূত্রের খবর, এডিজি পদমর্যাদার ওই পুলিশকর্তা কয়েক বছর আগে অবসর নিয়েছেন। তাঁর প্রতিবেশীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বাসিন্দাদের একাংশ পুলিশে অভিযোগ করেছেন, প্রাক্তন পুলিশকর্তা সার্ভিস রিভলভার ছাড়াও এক ধরনের অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন। নানা বিষয় নিয়ে তিনি প্রতিবেশীদের গালিগালাজ করেন। প্রতিবাদ জানালে পাল্টা ভয় দেখান তিনি। কখনও কখনও হুমকিও দিয়েছেন ওই প্রাক্তন পুলিশকর্তা। বিশেষত বহুতলের রক্ষণাবেক্ষণে যুক্ত কর্মীদের সঙ্গে তাঁর দুর্ব্যবহার নিত্যদিনের ঘটনা। তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

এ দিন সংবাদমাধ্যমের কিছু কর্মীকে এ বিষয়ে অভিযুক্ত ওই প্রাক্তন পুলিশ কর্তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। যদিও পরে তাঁকে ফোনে যোগাযোগ করে সাড়া মেলেনি। এসএমএসেরও জবাব আসেনি।

যদিও বাসিন্দাদের একাংশ জানান, এই খবর প্রকাশ হওয়ার পরে ওই পুলিশকর্তা বহুতলের সোসাইটির এক কর্তার কাছে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তবে তাঁর প্রতিবেশীদের একাংশের বক্তব্য, বারবার বলা সত্ত্বেও এত দিন ওঁর ব্যবহারে কোনও বদল আসেনি। তাই বাধ্য হয়েই পুলিশের কাছে যেতে হয়েছে তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন