ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযুক্ত দুই স্কুলশিক্ষক

স্কুলশিক্ষক হেনস্থা করায় নবম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠল। মঙ্গলবার দক্ষিণ বন্দর থানা এলাকার কার্ল মার্কস সরণিতে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সুনীলকুমার গুপ্ত (১৪)। সংশ্লিষ্ট স্কুলের টিচার ইন চার্জ শক্তি পাল এবং শারীরশিক্ষার শিক্ষক মহম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন মৃতের আত্মীয়েরা। তবে এই ঘটনায় রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৪ ০০:২৭
Share:

স্কুলশিক্ষক হেনস্থা করায় নবম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠল। মঙ্গলবার দক্ষিণ বন্দর থানা এলাকার কার্ল মার্কস সরণিতে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সুনীলকুমার গুপ্ত (১৪)। সংশ্লিষ্ট স্কুলের টিচার ইন চার্জ শক্তি পাল এবং শারীরশিক্ষার শিক্ষক মহম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন মৃতের আত্মীয়েরা। তবে এই ঘটনায় রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

পুলিশ জানিয়েছে, ভূকৈলাস রোডে জওহরলাল নেহরু বিদ্যাপীঠের ছাত্র ছিল সুনীল। স্কুল থেকে অভিভাবককে ডেকে পাঠানোয় মঙ্গলবার সুনীলের সঙ্গে তার দাদা অনিল গুপ্ত স্কুলে যান। অভিযোগ, টিচার-ইন-চার্জ শক্তিবাবু দু’ভাইকে বকাবকি করে তাড়িয়ে দেন।

সুনীলের প্রতিবেশী সঞ্জয়কুমার সাউ বলেন, “মঙ্গলবার স্কুল থেকে ফিরে সুনীল খুব চুপচাপ ছিল। কিছুক্ষণ পরে অনিল বাজারে যায়। সুনীলের ছোট ভাই সঞ্জয় বাসন মাজছিল। হঠাত্‌ সুনীল ঘরের দরজা বন্ধ করে দেয়। বাড়ি ফিরে অনিল ঘরের দরজা খুলতেই সুনীলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।” কলকাতা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে সুনীলকে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement

বুধবার স্কুলে গিয়ে দেখা যায়, স্কুল বন্ধের নোটিস ঝুলছে। মোতায়েন রয়েছে পুলিশও। তবে এ দিন স্কুল কর্তৃপক্ষ কেউ ছিলেন না। অভিযুক্ত শিক্ষক মহম্মদ ইব্রাহিমের বক্তব্য, “আমি এ ব্যাপারে কিছুই জানিনা। স্কুলের কোনও ছাত্রকে কখনও হেনস্থা করিনি।” শক্তি পালের সঙ্গে অবশ্য যোগাযোগ করা যায়নি।

মৃতের পরিবার সূত্রে খবর, তাঁদের বাড়ি উত্তরপ্রদেশে। সুনীলের মা বাবা সেখানেই থাকেন। সুনীলেরা তিন ভাই কলকাতায় দিদিমার বাড়িতে থেকে পড়াশোনা করেন। অনিলবাবুর অভিযোগ, “ভাই দুষ্টুমি করছে বলে মঙ্গলবার স্কুল থেকে ডেকে পাঠানোয় আমি ওর সঙ্গে যাই। কিন্তু শক্তি পাল ভাইয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। আমার পোশাক নিয়েও বাজে মন্তব্য করে স্কুল থেকে তাড়িয়ে দেন। অপর শিক্ষক মহম্মদ ইব্রাহিমও প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ভাইকে অশোভন উক্তি করতেন। ফলে ভাই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এরই পরিণতি এই আত্মহত্যা।”

অন্য দিকে, এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। বুধবার, শ্যামপুকুর থানার গ্যালিফ স্ট্রিটে। মৃতের নাম বিষ্ণু মণ্ডল (১৬)। পুলিশ জানায়, ঘরের চাল থেকে বিষ্ণুকে ঝুলন্ত অবস্থায় দেখেন তার পরিজনেরা। পুলিশ এসে আর জি করে নিয়ে গেলে চিকিত্‌সকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের অনুমান, পেশায় রিকশাচালক বিষ্ণু অভাবের কারণে আত্মহত্যা করে। বিষ্ণুর প্রতিবেশীরা জানান, আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন