মারধরে অভিযুক্ত চার দমকলকর্মী সাসপেন্ড

কর্তব্যরত সহকর্মীকে মারধরের অভিযোগে চার কর্মীকে সাসপেন্ড করল দমকল দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ০১:০৭
Share:

কর্তব্যরত সহকর্মীকে মারধরের অভিযোগে চার কর্মীকে সাসপেন্ড করল দমকল দফতর।

Advertisement

কর্মস্থল বদলির পরিবর্তে ঘুষ দিতে না চাওয়ায় তাঁকে মারধর করা হয়েছিল বলে পুলিশের কাছে আগেই অভিযোগ দায়ের করেছিলেন নবদ্বীপের বাসিন্দা গদাধর হালদার। ১০ নভেম্বর রাতে রমিত ঘোষ, মনোজ বিশ্বাস, নবরঞ্জন মণ্ডল, শুভ মজুমদার গদাধরকে লালবাজার দমকল কেন্দ্রে সারা রাত আটকে রেখে মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই দমকলের তরফে পরের দিন অভিযুক্ত চার জনকে বদলি করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছিল।

সোমবার দমকলের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, ‘‘কর্তব্যরত অবস্থায় গদাধর হালদারকে যেভাবে মারধর করা হয়েছিল তা অত্যন্ত নিন্দনীয়। বিভাগীয় তদন্ত অনুযায়ী চার কর্মীকেই সাসপেন্ড করা হয়েছে।’’ উল্লেখ্যে, পরিবারের কথা ভেবে গদাধরকে ইতিমধ্যেই বাড়ির কাছে কৃষ্ণনগরে বদলি করেছে দফতর। ঘটনার পরের দিন সকালে আশঙ্কাজনক অবস্থায় গদাধরকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Advertisement

এক সপ্তাহ হাসপাতালে থাকার পর এখন নবদ্বীপের বাড়িতে রয়েছেন গদাধরবাবু। বাঁ চোখে ক্ষীণ দেখছেন। তাঁর কথায়, ‘‘ওই রাতের কথা কিছুতেই ভুলতে পারব না। ওঁরা চার জন আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দোষীদের কঠোর শাস্তি হোক, এটাই চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement