ডাকাতির ছক বানচাল

সুপারি কিলার দিয়ে বৃদ্ধ দম্পতিকে খুন করে ডাকাতির পরিকল্পনা হয়েছিল আগেই। কিন্তু স্থানীয়েরা দেখে ফেলায় তা বানচাল হয়ে গেল। চার জন ধরা পড়ে গেল পুলিশের হাতে। ধৃতদের নাম ভবানীশঙ্কর ঘোষ, দেবশঙ্কর ঘোষ, জয় দে ও পুলক মণ্ডল। বুধবার, কালীঘাট থানার মদন পাল লেনের ঘটনা। উদ্ধার হয়েছে ছুরি, লিউকোপ্লাস্ট, দড়ি ও নকশার কাগজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ০০:৩৭
Share:

সুপারি কিলার দিয়ে বৃদ্ধ দম্পতিকে খুন করে ডাকাতির পরিকল্পনা হয়েছিল আগেই। কিন্তু স্থানীয়েরা দেখে ফেলায় তা বানচাল হয়ে গেল। চার জন ধরা পড়ে গেল পুলিশের হাতে। ধৃতদের নাম ভবানীশঙ্কর ঘোষ, দেবশঙ্কর ঘোষ, জয় দে ও পুলক মণ্ডল। বুধবার, কালীঘাট থানার মদন পাল লেনের ঘটনা। উদ্ধার হয়েছে ছুরি, লিউকোপ্লাস্ট, দড়ি ও নকশার কাগজ।

Advertisement

পুলিশ জানিয়েছে, দেশপ্রিয় পার্কের এক বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতির পরিকল্পনা করে দলটি। ওই বাড়িতে যাতায়াত ছিল পুরকর্মী ভবানীশঙ্করের। সে জানত, বৃদ্ধের অবসরকালীন টাকা এবং মৃত ছেলের ব্যবসার কয়েক লক্ষ টাকা বাড়িতেই আছে। পুলিশ জানায়, ভাই দেবশঙ্করের সঙ্গে ভবানী পরিকল্পনা করে, ওই দম্পতিকে খুন করে ডাকাতি করবে। ৯ হাজার টাকা দিয়ে ভাড়া করা হয় জয় ও পুলককে। ঠিক ছিল, ভবানী ওই বাড়িতে গিয়ে বেল বাজাবে। দরজা খুললেই চার জন মিলে বৃদ্ধ দম্পতিকে বেঁধে খুন করে টাকা হাতাবে। সেই অনুযায়ী বুধবার একত্রও হয় সকলে। কিন্তু তাঁদের দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে জানান তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন