Crime

বিদেশে চাকরির টোপ দিয়ে কোটি টাকার প্রতারণা নিউটাউনে

টিটাগড় কলেজপাড়ার বাসিন্দা অভিজিৎ মজুমদারও হোটেল ম্যানেজমেন্টের কোর্স করে চাকরিরই খোঁজ করছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৯:২১
Share:

—প্রতীকী ছবি।

ঝাঁ চকচকে অফিস। একই রকম নজর কাড়া ওয়েবসাইট। সেখানে লেখা এই সংস্থা দেশের অন্যতম সেরা বিশেষজ্ঞদের নিয়ে তৈরি। তাঁরা তামাম দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ধরনের চাকরির খোঁজ এনে দেন। এ দেশেও তাঁদের বেঙ্গালুরু থেকে শুরু করে কোচি, চেন্নাই, পঞ্জাবসর্বত্র শাখা রয়েছে। তাঁরা উপযুক্ত প্রার্থীকে চাকরি খুঁজে দিতে সিদ্ধহস্ত।

Advertisement

টিটাগড় কলেজপাড়ার বাসিন্দা অভিজিৎ মজুমদারও হোটেল ম্যানেজমেন্টের কোর্স করে চাকরিরই খোঁজ করছিলেন। সেই সময়েই তাঁর চোখে পড়ে খবরের কাগজে গেটওয়ে ইন্টারন্যাশনাল সংস্থার বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপন দেখে তিনি হাজির হন সংস্থার নিউটাউনের অফিসে। পেল্লায় অফিস। সেখানে সংস্থার আধিকারিক সুনীতা জয়সওয়াল এবং নেহা জয়ওসয়ালের সঙ্গে কথা হয়। অভিজিতের দাবি, তাঁকে জানান পোল্যান্ডে ভাল কাজের সুযোগ আছে। সেই অনুযায়ী তাঁর নথি পত্র তিনি জমা দেওয়ার কয়েক সপ্তাহ পরে সংস্থার তরফ থেকে জানানো হয় পোল্যান্ডের একটি সংস্থা তাঁকে নিয়োগ করতে আগ্রহী। সেই অনুযায়ী নিয়োগ পত্রও দেওয়া হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সার্ভিস চার্জ, পোল্যান্ডের ওয়ার্ক পারমিট, ভিসা এবং বিমানের টিকিট বাবদ ৪০ লাখ টাকা দিতে হবে। ধাপে ধাপে সেই টাকাও দেন অভিজিত। তার পরই তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। কারণ পরে পরখ করতে গিয়ে দেখা যায় ভিসাটি জাল। ক্যানসেল করা বিমানের টিকিট দেওয়া হয়েছিল তাঁকে। তিনি সঙ্গে সঙ্গে যান নিউটাউনে সেই সংস্থার অফিসে। গিয়ে দেখেন অফিসও বন্ধ।

Advertisement

আরও পড়ুন: লটারির নামে প্রতারণা, রাজ্য থেকে হাওয়ালাতে টাকা যাচ্ছে পাকিস্তানে, ধৃত দুই শিল্পকর্তা​

আরও পড়ুন: ডাইনোসর কি ফিরে আসতে পারে পৃথিবীতে?​

শুধু অভিজিৎ নয়, এরকম আরও অনেক চাকরি প্রার্থীকে বিদেশে চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে চম্পট দিয়েছে প্রতারকরা। অভিজিৎ ইতিমধ্যেই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন সংস্থার কর্মী এবং এখানে সংস্থার প্রধান হিসাবে পরিচয় দেওয়া সন্তোষ বেহারা এবং রাজ শর্মার বিরুদ্ধে। নিউটাউন থানার আধিকারিকরা তদন্তে নেমে হদিশ পেয়েছেন অভিজিতের মতো আরও প্রতারিতদের। নিউটাউন থানার এক আধিকারিক বলেন, “ আমরা অভিযুক্তদের সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। সেই অনু‌যায়ী বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement