State news

তীব্র গ্যাসে আতঙ্ক ছড়াল পার্কস্ট্রিটের স্কুলে

ক্লাস চলাকালীন গ্যাস লিক করায় আতঙ্ক ছড়াল পার্ক স্ট্রিটের একটি স্কুলে। স্কুল খালি করে চলল তল্লাশি। বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে হ্যারাও হল স্কুলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ১৪:৪৬
Share:

স্কুলের বাইরে জমায়েত পড়ুয়াদের। — নিজস্ব চিত্র।

ক্লাস চলাকালীন গ্যাস লিক করায় আতঙ্ক ছড়াল পার্ক স্ট্রিটের একটি স্কুলে। স্কুল খালি করে চলল তল্লাশি। বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে হ্যারাও হল স্কুলে।

Advertisement

স্কুলের তরফে জানানো হয়েছে, এ দিন ক্লাস চলাকালীন আচমকা গ্যাসের উগ্র গন্ধ নাকে আসে শিক্ষকদের। কিন্তু কোথা থেকে গ্যাসের গন্ধ আসছিল তা তাঁরা বুঝতে পারছিলেন না। তৎক্ষণাৎ সমস্ত ক্লাস থেকে পড়ুয়াদের বাইরে বের করে আনেন তাঁরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলকে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু সরেজমিনে তল্লাশি চালিয়েও গ্যাসের উৎস খুঁজে পাননি দমকল কর্মীরা। স্কুল কর্তৃপক্ষ সমস্ত অভিভাবকদেরও খবর দেন। ঘটনার জেরে এ দিনের মতো প্রথম থেকে পঞ্চম শ্রেণির পর্যন্ত সমস্ত পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বাকি পড়ুয়াদের ছুটি দেওয়া হবে কি না তা এখনও বিবেচনার পর্যায়ে রয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে এখনও রয়েছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন: নিন্দায় রাহুল-কেজরীর পাশে মমতা

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন