২১ জুলাইয়ে স্তব্ধ শহর, দুর্ভোগে মানুষ

সকাল থেকেই দুর্ভোগের কবলে শহর। বাস, ট্যাক্সি অমিল হওয়ায় শহরের ‘লাইফলাইন’ মেট্রোতেও ওঠা দায় হয়ে পড়েছে। সপ্তাহের প্রথম দিনটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে। রাতভর বৃষ্টিতে কলকাতায় পা রেখেই নাকাল হতে হয়েছিল নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ সকলকেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ১০:৫৭
Share:

শহর গিয়েছে ভিড়ের দখলে। বাস চলবে কোথায়! নিজস্ব চিত্র।

সকাল থেকেই দুর্ভোগের কবলে শহর। বাস, ট্যাক্সি অমিল হওয়ায় শহরের ‘লাইফলাইন’ মেট্রোতেও ওঠা দায় হয়ে পড়েছে।

Advertisement

সপ্তাহের প্রথম দিনটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে। রাতভর বৃষ্টিতে কলকাতায় পা রেখেই নাকাল হতে হয়েছিল নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ সকলকেই। যানজট, রাস্তায় গাড়ির সংখ্যা কম, জলমগ্ন রাস্তা— এ সবই ছিল সোমবারের চিত্র। শহর তিলোত্তমা একটা দুর্ভোগের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের হাজির ২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় জনসভা। প্রতি বছর এই দিনটিতে শহরের চিত্রটা একদম বদলে যায়। এই জনসভায় যোগ দিতে সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা এসে জড়ো হয়েছেন কলকাতায়। এ দিন সকাল হতেই ট্রেন-বাসে উপচে পড়ে ভিড়। তার উপর শহরের রাস্তা থেকে অধিকাংশ বাস তুলে নেওয়ায় বাদুড়ঝোলা হয়ে অফিস পৌঁছতে হচ্ছে নিত্যযাত্রীদের। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। হাওড়া ও শিয়ালদহে বাসের সংখ্যা কম থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে। মেট্রোর পরিস্থিতি আরও খারাপ। রাস্তায় বাসের সংখ্যা কম থাকায় পুরো চাপ এসে পড়েছে মেট্রোর উপর। ভিড়ের চাপে মেট্রোতে উঠতে পারছেন না যাত্রীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement