dance

রবীন্দ্রনাথ ও নচিকেতার সুরে জীবনের খোঁজ ‘গীতলেখা’র

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ‘গীতলেখা কলাকেন্দ্র’ বরাবরই এমন সব ছেলেমেয়েদের সস্নেহে নৃত্যশিক্ষা প্রদান করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ১৫:৩৬
Share:

চলছে মহড়া। —নিজস্ব চিত্র।

কারও বাবা নেই। সংসারের পুরো দায়ভারই কাঁধে। কেউ আবার মাকে হারিয়েছেন অকালে। কিন্তু, জীবনকে নাচের আঙ্গিকে নতুন করে খুঁজে বেড়ান। এঁরা প্রত্যেকেই বাগুইআটির ‘গীতলেখা কলাকেন্দ্র’-র শিক্ষার্থী। ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার, বিকেল ৫টায় পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে সকলে মিলে মঞ্চস্থ করতে চলেছেন ‘শাপমোচন’। দ্বিতীয় পর্বে এঁরাই পরিবেশন করবেন রবীন্দ্রনাথ ও নচিকেতার গানের কোলাজের উপর নির্মিত এক নৃত্যালেখ্য।

Advertisement

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ‘গীতলেখা কলাকেন্দ্র’ বরাবরই এমন সব ছেলেমেয়েদের সস্নেহে নৃত্যশিক্ষা প্রদান করেছে। প্রতি বছরই তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে নাচের বিভিন্ন বিভঙ্গে জীবন সংগ্রামের কথা তুলে ধরে তাদের শিক্ষার্থীরা।

সংস্থার অধ্যক্ষা শম্পা সাহার কথায়, ‘‘মূলত এই সব ছেলেমেয়েদের সমাজের উজ্জ্বল আলোয় টিকে থাকার সুযোগ ও কিছুটা বাড়তি অক্সিজেনের জোগান দিতেই গীতলেখা এমন উদ্যোগ নেয়।’’ বৃহস্পতিবারের অনুষ্ঠানের কোনও প্রবেশমূল্য নেই।

Advertisement

আরও পড়ুন: পেশা, সংসার সামলেই বাজিমাত

জীবনের ঝড়ঝাপ্টা সয়েও নাচ চালিয়ে যাচ্ছেন ওঁরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন