ঝোপ থেকে উদ্ধার তরুণীর মৃতদেহ

তদন্তকারীরা জানান, ঘটনাটি কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদহ গ্রাম পঞ্চায়েতের নলবন ২ গ্রামের। মৃত্যুর কারণ জানতে ওই দিনই তরুণীর দেহের ময়না-তদন্ত করেন চিকিৎসকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০১:৩২
Share:

এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায়। রবিবার, পঞ্চমীর বিকেলে ওই ঘটনা ঘটে। ঠাকুর দেখতে বেরোনো লোকজন দেহটি রাস্তার ধারে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখেন। সোমবার রাত পর্যন্ত তরুণীর পরিচয় জানা যায়নি।

Advertisement

তদন্তকারীরা জানান, ঘটনাটি কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদহ গ্রাম পঞ্চায়েতের নলবন ২ গ্রামের। মৃত্যুর কারণ জানতে ওই দিনই তরুণীর দেহের ময়না-তদন্ত করেন চিকিৎসকরা। কিন্তু তাঁরা মৃত্যুর কারণ জানাতে পারেননি। তবে পুলিশের একটি অংশের দাবি, ওই তরুণীর দেহে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও তাঁকে শ্বাসরোধ করে খুন করা হতে পারে বলে তাঁদের অনুমান।

মাস তিনেক আগে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার হয়েছিল এক তরুণীর দেহ। ঘটনার এক দিন পরে ওই তরুণীর পরিচয় জানতে পারে পুলিশ। পরে তদন্তে নেমে পুলিশ ওই তরুণীর এক সঙ্গী-সহ দু’জনকে গ্রেফতার করেছিল।

Advertisement

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, রবিবার উদ্ধার হওয়া ১৮ থেকে ১৯ বছর বয়সি ওই তরুণীকে অন্যত্র খুন করে ওই এলাকায় ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। উদ্ধার হওয়ার কিছু আগেই ওই তরুণীর মৃত্যু হয়েছে বলেই অনুমান পুলিশের। পুলিশ জানায়, তরুণীর পরনে ছিল নীল লেগিংস এবং লাল কুর্তা ছিল। পায়ে ছিল জুতো। সেই সব দেখে তদন্তকারীরা ওই তরুণীকে শনাক্ত করার চেষ্টা করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement