মেলায় বিক্রি বন্দিদের তৈরি জিনিস

গত ২ জানুয়ারি থেকে লিচুবাগানে শুরু হয়েছে দমদম উৎসব। আগামী ৯ জানুয়ারি তা শেষ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ০২:২৯
Share:

গত ২ জানুয়ারি থেকে লিচুবাগানে শুরু হয়েছে দমদম উৎসব। প্রতীকী ছবি।

দমদম উৎসবে এ বার ঠাঁই পেল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের তৈরি সামগ্রী। এর আগে বিভিন্ন জায়গায় তাঁদের তৈরি জিনিস বিক্রি হলেও এলাকার মানুষ সেগুলি প্রথমবার চাক্ষুষ করার সুযোগ পেলেন।

Advertisement

গত ২ জানুয়ারি থেকে লিচুবাগানে শুরু হয়েছে দমদম উৎসব। আগামী ৯ জানুয়ারি তা শেষ হবে। সেখানেই একটি স্টলে রয়েছে বন্দিদের তৈরি ব্যাগ, ফাইল, গামছা, ফিনাইল, কাঠের ছোট আসবাবপত্র-সহ নানা সামগ্রী।

দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট জানান, সংশোধনাগার পুর এলাকারই অর্ন্তগত। সেখানে কী ভাবে নিত্য ব্যবহার্য সামগ্রী তৈরি করেন বন্দিরা, তা এলাকার সামনে তুলে ধরার ভাবনা থেকেই সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তীর কাছে স্টল দেওয়ার আর্জি জানান পুর কর্তৃপক্ষ। সংশোধনাগারের তরফে সেই আবেদন ডিজি (কারা)-র কাছে পাঠানো হয়। তাঁর থেকে অনুমতি মেলার পরেই স্টল দেওয়ার সিদ্ধান্ত নেন সংশোধনাগার কর্তৃপক্ষ।

Advertisement

বরুণবাবু জানিয়েছেন, বন্দিদের তৈরি সামগ্রীর প্রশংসা করছেন মেলায় আসা মানুষেরা। এমনকি, প্রথম দফায় যে সব সামগ্রী স্টলে রাখা হয়েছিল, তা বিক্রি হয়ে গিয়েছে। ফের সংশোধনাগার থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। কারা দফতরের কর্তাদের মতে, সাধারণ মানুষ সংশোধনাগারের আবাসিকদের তৈরি সামগ্রী নিয়ে উৎসাহ দেখাচ্ছেন। তাতে আরও ভাল কাজ করার উৎসাহ পাবেন আবাসিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement