Coronavirus in West Bengal

Coronavirus: অক্সিজেন স্যাচুরেশন ৯৮ শতাংশ, আপাতত স্থিতিশীল মীরা ভট্টাচার্য

১৮ তারিখ রাতেই করোনা পজিটিভ ধরা পড়ে তাঁর। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসা চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২১ ০৯:৫৮
Share:

ফাইল ছবি

আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অক্সিজেন স্যাচুরেশন রয়েছে ৯৮ শতাংশ। অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষাও করা হচ্ছে, তাতে আশঙ্কার কোনও কারণ দেখছেন না চিকিৎসকরা।

Advertisement

গত ১৮ মে, রাত ১১টার সময় হাসপাতালে ভর্তি হন মীরা। শ্বাসকষ্ট, জ্বর ও মাথাব্যথার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক কৌশিক চক্রবর্তী ও ধ্রুব ভট্টাচার্যের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে মীরার। ১৮ তারিখ রাতেই করোনা পজিটিভ ধরা পড়ে তাঁর। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসা চলছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁর চিকিৎসা চলছে বাড়িতেই।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন