দুঃস্থ ও মেধাবী পড়ুয়া, দৃষ্টিহীন ও সেরিব্রাল পলসিতে আক্রান্ত শিশু এবং অনাথদের সাহায্যে এগিয়ে এল ট্রেনচালকদের উদ্যোগে তৈরি সংস্থা ‘বান্ধব শিয়ালদহ’। সম্প্রতি মৌলালি যুবকেন্দ্রে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল তারা। অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ এই পড়ুয়া ও শিশুদের সাহায্যে ব্যবহার করা হবে।