Calcutta High Court

High Court: ‘মোবাইল ফোন তো আছে আপনাদের কাছে!’ সরকারি আইনজীবীদের উদাসীনতা নিয়ে ক্ষোভ হাই কোর্টের

‘‘আপনারা ডিজিটাল ব্যবস্থায় এত পিছিয়ে পড়েছেন কেন?’’ প্রশ্ন করলেন বিচারপতি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ২১:৩৬
Share:

ফাইল ছবি

সরকারি আইনজীবীদের উদাসীনতায় পিছিয়ে যাচ্ছে একাধিক মামলার শুনানি। একটি জামিন সংক্রান্ত মামলার শুনানিতে সরকারি আইনজীবীদের উদ্দেশে এই মন্তব্য বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি বিবেক চৌধুরীর ডিভিশন বেঞ্চের। সরকারি আইনজীবীরা কেন আদালতের নথি আনতে পারছেন না, তাই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিরা। বিচারপতি টন্ডন বললেন, ‘‘এখন ভার্চুয়ালি শুনানি চলছে। আপনারা ডিজিটাল ব্যবস্থায় এত পিছিয়ে পড়েছেন কেন? কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার কিছুই কি নেই আপনাদের? সরকার কিছুই দেয়নি?’’

করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে দীর্ঘদিন ধরেই আদালতের শুনানি চলছে ভার্চুয়ালি। কম্পিউটারের প্রসঙ্গ সেই কারণেই তোলেন বিচারপতি। শেষে বলেন, ‘‘মোবাইল ফোন তো আছে আপনাদের কাছে! প্রয়োজনে একটি সফটওয়্যার ডাউনলোড করতে পারতেন তো? সেখান থেকেও তো কাজ করা সম্ভব।’’

বিচারাধীনরা যাতে দ্রুত বিচার পান, সেই কারণেই ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হয়েছে, আদালতে এ কথা মনে করিয়ে দেন বিচারপতি। তিনি ক্ষোভ প্রকাশ করেন সরকারি আইনজীবীদের উদাসীনতা নিয়ে। তাঁদের জন্যই শুনানি পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন। সোমবার একটি জামিন মামলার শুনানিতে সরকার পক্ষ জানায়, বাদী পক্ষের তরফ থেকে তাঁদের কাছে কেস ডায়েরি এসে পৌঁছয়নি। অন্য দিকে, মামলাকারীর আইনজীবী জানান, এই মামলায় যুক্ত সরকারি আইনজীবীদের কাছে পুরো বিষয়টি ই-মেল মারফত জানানো হয়েছিল। তাও এখন অন্য কথা শুনতে হচ্ছে। এতেই ক্ষোভ প্রকাশ করে আদালত। শেষ পর্যন্ত এই মামলার পরবর্তী শুনানির দিন মঙ্গলবার ধার্য করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন