রাজেনকে জেরা

দালাল-দমন অভিযানে এসএসকেএম হাসপাতালে হানা দিয়ে বৃহস্পতিবার দুপুরে ‘প্রভাবশালী’ দালাল রাজেন মল্লিককে গ্রেফতার করেছিল পুলিশ। সন্ধ্যাতেই অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার রাজেনকে লালবাজারে ডেকে পাঠিয়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেন গোয়েন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৮
Share:

দালাল-দমন অভিযানে এসএসকেএম হাসপাতালে হানা দিয়ে বৃহস্পতিবার দুপুরে ‘প্রভাবশালী’ দালাল রাজেন মল্লিককে গ্রেফতার করেছিল পুলিশ। সন্ধ্যাতেই অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার রাজেনকে লালবাজারে ডেকে পাঠিয়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেন গোয়েন্দারা। ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান বিশাল গর্গ বলেন, ‘‘রাজেনকে জিজ্ঞাসাবাদ করে এসএসকেএমের দালাল-চক্র সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।’’ পুলিশ জানায়, রাজেনের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে হাসপাতালে বেড ব্যবস্থা করার নামে রোগীদের পরিবারের থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবারও পর্ণশ্রীর এক বাসিন্দা পুলিশে অভিযোগ করেন, তাঁর এক আত্মীয়কে হাসপাতালে ভর্তি করানোর প্রতিশ্রুতি দিয়ে রাজেন টাকা নিয়েছে। সে দিন পুলিশ রাজেনকে ধরার পরে সুপারের ঘরের সামনে বিক্ষোভও হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement