ঝাড়খণ্ড গ্যাংয়ের ছকে বাড়ছে জালিয়াতি: পুলিশ

এত দিন ঝাড়খণ্ডের ‘ব্যাঙ্ক ম্যানেজার’ নিয়েই হিমসিম খেত পুলিশ। এ বার ভুয়ো ব্যাঙ্ক ম্যানেজার ঘাঁটি গাড়ছে খোদ মহানগরেই!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪২
Share:

এত দিন ঝাড়খণ্ডের ‘ব্যাঙ্ক ম্যানেজার’ নিয়েই হিমসিম খেত পুলিশ। এ বার ভুয়ো ব্যাঙ্ক ম্যানেজার ঘাঁটি গাড়ছে খোদ মহানগরেই!

Advertisement

লালবাজার জানিয়েছে, মঙ্গলবার রিজেন্ট পার্কের বাসিন্দা মণি মণ্ডলকে ফোন করে ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে এটিএম কার্ডের তথ্য হাতিয়েছিল দুষ্কৃতীরা। তা দিয়ে মণিবাবুর অ্যাকাউন্ট থেকে ৩৫ হাজার টাকা সরানো হয়। সেই ঘটনায় অবিনাশ মণ্ডল, অমিত সাহা এবং শঙ্কর মণ্ডল নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। অমিত বাইপাস লাগোয়া পঞ্চসায়রের বাসিন্দা, শঙ্করের বাড়ি মুকুন্দপুরে। মূল চক্রী অবিনাশ আদতে বিহারের বাসিন্দা হলেও বিসিএ পড়ার সূত্রে বেলুড়ে থাকছিল।

পুলিশের দাবি, অমিত নিজে একটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছিল। শঙ্কর সেই অ্যাকাউন্ট, ডেবিট কার্ড অবিনাশের কাছে পৌঁছে দেয়। অবিনাশই ব্যাঙ্ক ম্যানেজার সেজে ফোন করেছিল ও ওটিপি হাতিয়ে অনলাইন ওয়ালেট মারফত টাকা সরিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement