‘অবৈধ’ পার্কিং-এ নাজেহাল

রাস্তার ধারে জ্বলজ্বল করছে—‘নো পার্কিং’। কিন্তু সেখানেই সার দিয়ে দাঁড়িয়ে থাকে লরি। এই ছবি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ছাড়িয়ে বারাসতের দিকে গেলেই দেখা যায়। অভিযোগ, পুলিশের সামনেই এমন অবস্থা চলে।

Advertisement

প্রবাল গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০০:১৭
Share:

‘নো পার্কিং’-এর নাগালেই চলছে পার্কিং। ছবি: শৌভিক দে।

রাস্তার ধারে জ্বলজ্বল করছে—‘নো পার্কিং’। কিন্তু সেখানেই সার দিয়ে দাঁড়িয়ে থাকে লরি। এই ছবি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ছাড়িয়ে বারাসতের দিকে গেলেই দেখা যায়। অভিযোগ, পুলিশের সামনেই এমন অবস্থা চলে।

Advertisement

স্থানীয় বাসিাদের অভিযোগ, শুধু পার্কিংই নয়, মালও খালাস করা হয়। লরিচালকদের নিষেধ করলেও কেউ কানে তোলেন না। নির্বিকার পুলিশও।

বাসিন্দা সমীরবরণ সাহা জানান, বিভিন্ন জায়গা থেকে বালি, স্টোনচিপ্‌স বোঝাই লরি এসে দাঁড়িয়ে থাকে। কিছু ক্ষেত্রে তা স্থানীয় এলাকায় বিক্রিও করা হয়। রাস্তা খারাপ হওয়ার কারণে এমনিতেই নিত্য যানজট হয়। সেই সঙ্গে এই ধরনের পার্কিং-এর জেরে অবস্থা আরও বেহাল হয় বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভিন্ রাজ্য থেকে আসা জয় সিংহ নামে এক লরিচালকের কথায়: ‘‘পুলিশ কোনও বাধা দেয় না। আমি বিভিন্ন সময় এখানে এসেই গাড়ি দাঁড় করাই। কোনও সমস্যা হয়নি।’’

Advertisement

বাসিন্দাদের অভিযোগ, বিধাননগর কমিশনারেটের অধীন হওয়া সত্ত্বেও জেলা পুলিশের ট্রাফিক ব্যবস্থার মতোই পরিস্থিতি হয়ে রয়েছে। স্থানীয়দের তরফে আরও অভিযোগ উঠছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। তাঁরা জানান, কখনও লরির পিছনে পুলিশের গাড়িও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয় না। এই প্রসঙ্গে বিধাননগর কমিশনারেটের ডিসি ট্রাফিক শিবাণী তিওয়ারি বলেন, ‘‘বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement