Corona Treatment

সাধারণ মানুষের কোভিড চিকিৎসার জন্য এ বার খুলল সেনা হাসপাতালের দরজাও

সম্প্রতি সেনাপ্রধান মনোজ নরবণে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীকেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ২৩:৩০
Share:

সাধারণ মানুষের কোভিড চিকিৎসা হবে সেনাবাহিনীর হাসপাতালেও। ছবি: সংগৃহীত

সাধারণ মানুষ এখন সামরিক হাসপাতালেও কোভিডের চিকিৎসা করাতে পারবেন। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেনাবাহিনীর তরফে। সম্প্রতি সেনাপ্রধান মনোজ নরবণে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীকেও।

প্রতিটি রাজ্যেই সেনাবাহিনীর নিজেদের বেশ কয়েকটি করে হাসপাতাল রয়েছে। ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে সব মিলিয়ে ১০০-র বেশি সেনাবাহিনীর হাসপাতাল রয়েছে। এর পাশাপাশি বিমানবাহিনী এবং নৌবাহিনীরও বেশ কিছু হাসপাতাল রয়েছে। কখন কোথায় কত সংখ্যক শয্যা খালি রয়েছে, তার উপর নির্ভর করে সাধারণের কোভিড চিকিৎসার ব্যবস্থা করা হবে এই হাসপাতালগুলিতে।

এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের সেনা-হাসপাতালগুলিও। তার মধ্যে কলকাতার কম্যান্ড হাসপাতাল, ব্যারাকপুরের বেস হাসপাতাল-সহ রাজ্যের ৫টি সামরিক হাসপাতাল রয়েছে। এ সব হাসপাতালে শয্যা খালি থাকলে সাধারণ মানুষ সেখানে কোভিডের চিকিৎসার সুযোগ পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement