শিক্ষক চেয়ে যাদবপুরে ফের ঘেরাও

ঘেরাও হটাতে পুলিশ তলবের জেরে উপাচার্যের পদ থেকে সরে যেতে হয়েছে অভিজিৎ চক্রবর্তীকে। তাঁর ইস্তফার পরে যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় সামলাচ্ছেন, সেই ভারপ্রাপ্ত উপাচার্য তথা সহ-উপাচার্য আশিসস্বরূপ বর্মাও এ বার ঘেরাওয়ের আবর্তে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ঘাটতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাঁকে ঘেরাও করে রাখেন ইঞ্জিনিয়ারিং শাখার এক দল পড়ুয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৫ ০৩:৩৯
Share:

ঘেরাও হটাতে পুলিশ তলবের জেরে উপাচার্যের পদ থেকে সরে যেতে হয়েছে অভিজিৎ চক্রবর্তীকে। তাঁর ইস্তফার পরে যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় সামলাচ্ছেন, সেই ভারপ্রাপ্ত উপাচার্য তথা সহ-উপাচার্য আশিসস্বরূপ বর্মাও এ বার ঘেরাওয়ের আবর্তে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ঘাটতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাঁকে ঘেরাও করে রাখেন ইঞ্জিনিয়ারিং শাখার এক দল পড়ুয়া।

Advertisement

ঘেরাওকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, ইঞ্জিনিয়ারিং শাখায় দীর্ঘদিন কোনও শিক্ষক নিয়োগ করা হয়নি। ইতিমধ্যে অনেকে অবসর নেওয়ায় শিক্ষকের চূড়ান্ত আকাল দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে। ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র সংসদ ফেটসু-র ভাইস-চেয়ারপার্সন শুভব্রত দত্ত বলেন, ‘‘ইঞ্জিনিয়ারিং শাখার প্রায় সব বিভাগেই ক্লাস, গবেষণাগারের কাজ, অভ্যন্তরীণ মূল্যায়ন ইত্যাদি অনিয়মিত হয়ে পড়েছে। সেমেস্টার পরীক্ষা শুরু হওয়ার কথা ৩ মে। কিন্তু পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে, ওই পরীক্ষাও সময়মতো হবে কি না, বুঝতে পারছি না।’’ শিক্ষকের অভাব তো দীর্ঘদিনের। তা হলে পরীক্ষা সামনে জেনেও হঠাৎ ঘেরাও কেন? সদুত্তর মেলেনি।

পরে পড়ুয়ারাই জানান, উপাচার্য সমস্যা মেটানোর আশ্বাস দেওয়ায় গভীর রাতে ঘেরাও তুলে নেওয়া হয়। তবে আন্দোলনকারীদের দাবি, আগামী সোমবার থেকে যে নিয়মিত পঠনপাঠন হবে, সেই আশ্বাস দিতে হবে কর্তৃপক্ষকে। এ দিন ঘেরাওয়ের আগে-পরে বারবার চেষ্টা করেও ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ঘেরাও নিয়ে অন্য কোনও কর্তাও মুখ খুলতে চাননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন