জয়পুরিয়ায় একজো়ট পড়ুয়ারা

চলতি বছরে ভর্তি প্রক্রিয়া শুরু হতেই বিতর্কের কেন্দ্রে উঠে আসে জয়পুরিয়া। কলেজের দিবা বিভাগ থেকে বিএ, বিএসসি এবং বি কম জেনারেল পঠনপাঠন তুলে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেন পড়ুয়ারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ০২:০৭
Share:

শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ।

কলেজের দিবা বিভাগ থেকে জেনারেল পঠনপাঠন তুলে দেওয়ার বিরুদ্ধে রবিবার কনভেনশন করলেন শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজের পড়ুয়ারা। হাজির ছিলেন প্রাক্তনীরাও। কনভেনশনে সিদ্ধান্ত হয়েছে, জেনারেল পঠনপাঠন ফেরানো, ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধ-সহ একাধিক দাবিতে অধ্যক্ষকে চিঠি দেওয়া হবে। অধ্যক্ষ অবশ্য কলেজের বাইরের বিষয়ে মন্তব্য করতে চাননি।

Advertisement

চলতি বছরে ভর্তি প্রক্রিয়া শুরু হতেই বিতর্কের কেন্দ্রে উঠে আসে জয়পুরিয়া। কলেজের দিবা বিভাগ থেকে বিএ, বিএসসি এবং বি কম জেনারেল পঠনপাঠন তুলে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেন পড়ুয়ারা। চাপের মুখে জয়পুরিয়া কলেজে পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। তিনি অবশ্য দাবি করেছিলেন, ওই কলেজ থেকে জেনারেল পঠনপাঠন তুলে দেওয়া হয়নি। পড়ুয়াদের এ দিনের কনভেনশন নতুন করে সেই বিতর্ক আবার সামনে আনলেন।

কনভেনশনের অন্যতম উদ্যোক্তা, পদার্থবিদ্যার এক পড়ুয়া এ দিন বলেন, ‘‘জেনারেল পঠনপাঠন তুলে দেওয়া ছাত্র-বিরোধী। বহু পড়ুয়া কাজের পাশাপাশি জেনারেলে পড়াশোনা করেন। পরিকাঠামো না থাকলে সেটা সরকারের দেখার কথা। তবে এ ভাবে পঠনপাঠন তুলে দেওয়া যায় না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement