স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে জীবনানন্দ সেতুও

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০২:৫৫
Share:

দেখভাল: রক্ষণাবেক্ষণের জন্য এ বার বন্ধ থাকবে জীবনানন্দ সেতু। শুক্রবার। নিজস্ব চিত্র

শিয়ালদহ উড়ালপুলের পরে এ বার স্বাস্থ্য পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হবে প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের জীবনানন্দ সেতু। শিয়ালদহের বিদ্যাপতি সেতুর মতোই আগামী সপ্তাহে তিন দিন জীবনানন্দ সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে।

Advertisement

কেএমডিএ-র তরফে পুলিশের কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে, ১৬ অগস্ট বিকেল থেকে ১৮ অগস্ট পর্যন্ত ওই সেতু বন্ধ রাখতে চায় তারা। প্রাথমিক ভাবে ওই প্রস্তাবে লালবাজার সম্মত হয়েছে বলেই সূত্রের খবর। এর আগে কেএমডিএ-র তরফে আজ, শনিবার থেকে ওই সেতু বন্ধ রাখার কথা বলা হয়েছিল। কিন্তু পুলিশ তাতে আপত্তি করায় কেএমডিএ নতুন দিন ঠিক করে লালবাজারকে জানায়।

পুলিশ জানিয়েছে, যাদবপুর থানা থেকে দ্রুত ইএম বাইপাসের দিকে যেতে প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের জীবনানন্দ সেতুই প্রধান ভরসা। ২০০৭ সালের পরে ওই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। মূলত শিয়ালদহ দক্ষিণ শাখার ঢাকুরিয়া ও যাদবপুরের মাঝে রয়েছে ওই রেল সেতু। গরফা, হালতু, যাদবপুর বা লেক গার্ডেন্স থেকে খুব সহজেই ওই সেতু দিয়ে ইএম বাইপাসের কাছে পৌঁছে যাওয়া যায়।

Advertisement

কেএমডিএ জানিয়েছে, মাঝেরহাট সেতু ভাঙার পর থেকেই শহরের বিভিন্ন উড়ালপুল ও সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তুলনামূলক ভাবে নতুন সেতুরও স্বাস্থ্য পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজের প্রয়োজন দেখা দিচ্ছে। তাই ওই তিন দিন যান চলাচল বন্ধ রেখে সেই কাজ করা হবে।

জীবনানন্দ সেতু বন্ধ থাকলে ওই তিন দিন কোন পথে চলবে যানবাহন? ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, লেক গার্ডেন্সের দিক থেকে আসা বাইপাসমুখী সব বাস যাদবপুর থানা মোড় থেকে বাঁ দিকে ঘুরবে। তার পরে ঢাকুরিয়া ও গড়িয়াহাট হয়ে রাসবিহারী

অ্যাভিনিউ ধরে রুবি মোড়ে পৌঁছবে। আবার ওই একই পথে ফেরত আসবে। তবে ছোট গাড়ি যাদবপুর থানা থেকে জীবনানন্দ সেতুর বদলে যাদবপুরের সুকান্ত সেতু হয়ে ইএম বাইপাসে যেতে পারে।

এক পুলিশকর্তা জানান, বিজন সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকায় এখন জীবনানন্দ সেতু এবং প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর দিয়েই লরি ও ট্রাক চলে। তবে ওই তিন দিন পণ্যবাহী কোনও গাড়িই ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না। যাদবপুর বা টালিগঞ্জের দিকে যেতে হলে পার্ক সার্কাস কানেক্টর কিংবা পাটুলি হয়ে যেতে হবে লরি ও ট্রাকগুলিকে। তবে ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, যাদবপুর থানা থেকে রুবি মোড়ের মধ্যে চলাচলকারী অটো প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের বিবেকনগর পর্যন্ত যেতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement