প্রয়াত সাংবাদিক অমিতাভ চৌধুরী

প্রবীণ সাংবাদিক অমিতাভ চৌধুরী (৮৮) প্রয়াত হয়েছেন। শনিবার কলকাতায় যোধপুর পার্কের বাড়িতে তাঁর জীবনাবসান ঘটে। কয়েক বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণের পর থেকেই অসুস্থ ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০৩:২৪
Share:

প্রবীণ সাংবাদিক অমিতাভ চৌধুরী (৮৮) প্রয়াত হয়েছেন। শনিবার কলকাতায় যোধপুর পার্কের বাড়িতে তাঁর জীবনাবসান ঘটে। কয়েক বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণের পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। পঞ্চাশের দশকে ‘যুগান্তর’ সংবাদপত্রে শ্রীনিরপেক্ষ ছদ্মনামে ‘নেপথ্য-দর্শন’ কলম লিখতেন অমিতাভবাবু। স্বাধীন ভারতে দূর্নীতি, মুল্যবৃদ্ধি, রাজনীতি-আমলাতন্ত্রের প্রভাব তুলে ধরে সাড়া ফেলেছিলেন তাতে। এর সুবাদেই ১৯৬১ সালে ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছিলেন তিনি।

Advertisement

পরে তাঁর জীবনের একটা লম্বা অধ্যায় কাটে ফিলিপিন্স ও হংকংয়ে। সাংবাদিকতা চর্চার প্রতিষ্ঠান ‘প্রেস ফাউন্ডেশন অব এশিয়া’ গড়ে তোলেন তিনি। গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপুঞ্জেরও উপদেষ্টা ছিলেন অমিতাভবাবু। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ‘দেশ’ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকায় তাঁর ‘ঘরে-বাইরে’ কলমটিও বেশ জনপ্রিয় হয়েছিল। কয়েক মাস আগেই অমিতাভবাবুর স্ত্রী মারা গিয়েছেন। সিঙ্গাপুর ও আমেরিকায় তাঁর দুই
পুত্র রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন