Karate

ছোটদের জন্য ক্যারাটে প্রশিক্ষণ নিউ টাউনে

নিউ টাউনে সিসি ব্লক রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্প্রতি এই প্রশিক্ষণ শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০৩:২৪
Share:

—প্রতীকী ছবি

করোনা পরিস্থিতিতে লকডাউনের সময়ে দীর্ঘদিন ঘরবন্দি ছিল ছোটরা। এখনও স্কুল বন্ধ, বাড়ির বাইরে বেরিয়ে খেলাধুলো করার মতো পরিস্থিতিও তেমন নেই। যা ক্রমশ শিশু এবং কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকেই। তাই এ বার ছোটদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর রেখে তাদের ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন নিউ টাউনের বাসিন্দারা।

Advertisement

নিউ টাউনে সিসি ব্লক রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্প্রতি এই প্রশিক্ষণ শুরু হয়েছে। আয়োজকদের তরফে অতনু মুখপাত্র জানান, একটি ক্যারাটে প্রশিক্ষণকারী সংস্থাই এই প্রশিক্ষণ দিচ্ছে। পাশাপাশি নিউ টাউনে বাসিন্দাদের সংগঠন ‘নিউ টাউন রেসিডেন্টস ওয়েলফেয়ার ফোরাম’ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

তবে করোনা-কালে ছোটদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা কতটা যুক্তিযুক্ত বা তার থেকে সংক্রমণের আশঙ্কা থাকবে কি না, সেই প্রশ্ন তুলছেন অনেকে। যদিও আয়োজকদের তরফে বিমান সমাদ্দারের দাবি, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত সেইটুকু শারীরিক কসরতেরই প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে কেউ কারও সংস্পর্শে না আসে। দূরত্ব-বিধি মেনে, মাস্ক পরে এবং জীবাণুমুক্ত করে তবেই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, নিউ টাউনে লোকবসতি ধীরে ধীরে বাড়ছে। ফলে সব জায়গায়ে খেলাধূলা করার জন্য ছোটরা মাঠ পায়, তা-ও নয়। তাই এমন প্রশিক্ষণ দেওয়া হলে ছোটদের শারীরিক ও মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে তাদের আত্মরক্ষার পাঠও নেওয়া হয়ে যাবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন