কম্প্যাক্টর বাধ্যতামূলক বহুতলে

শহরকে জঞ্জাল মুক্ত করতে ইতিমধ্যেই ৪০টির বেশি স্থায়ী কম্প্যাক্টর মেশিন বসিয়েছে কলকাতা পুরসভা। সোমবার পুরসভার মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৪০ বা তার বেশি ফ্ল্যাট বিশিষ্ট বহুতল নির্মাণ করতে হলে কম্প্যাক্টর মেশিন বসাতে হবে নির্মাণকারী সংস্থাকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৯
Share:

শহরকে জঞ্জাল মুক্ত করতে ইতিমধ্যেই ৪০টির বেশি স্থায়ী কম্প্যাক্টর মেশিন বসিয়েছে কলকাতা পুরসভা। সোমবার পুরসভার মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৪০ বা তার বেশি ফ্ল্যাট বিশিষ্ট বহুতল নির্মাণ করতে হলে কম্প্যাক্টর মেশিন বসাতে হবে নির্মাণকারী সংস্থাকেই। তবেই বহুতল তৈরির অনুমোদন মিলবে। মেয়র পরিষদ অনুমোদিত এই প্রস্তাব এ বার পাঠানো হবে রাজ্য সরকারের কাছে।

Advertisement

মেয়র পারিষদ (জঞ্জাল অপসারণ) দেবব্রত মজুমদার জানান, কলকাতাকে গ্রিন সিটি করার লক্ষ্যে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। এটিও তার অন্যতম। তাঁর দাবি, স্থায়ী কম্প্যাক্টর ছাড়াও শহর জুড়ে ভ্রাম্যমাণ কম্প্যাক্টর ঘুরছে। তাতেও জঞ্জাল চিত্র অনেকটা বদলেছে।

জঞ্জাল অপসারণ দফতর সূত্রে খবর, শহরে প্রায়ই বহুতল তৈরি হচ্ছে। তা সত্ত্বেও জঞ্জাল অপসারণ পরিকল্পনা ঠিক মতো প্রয়োগ করা যাচ্ছে না। যে পরিকল্পনা নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি জঞ্জাল জমা হচ্ছে। দেবব্রতবাবু জানান, সে দিকে লক্ষ্য রেখেই বহুতলগুলিকে নিজস্ব জঞ্জাল অপসারণ ব্যবস্থা করতে বলা হচ্ছে।

Advertisement

তিনি জানান, ৪০ বা তার বেশি ফ্ল্যাট অথবা ২ লক্ষ বর্গফুট বিশিষ্ট বহুতল তৈরির আগে নির্মাণকারী সংস্থাকেই কম্প্যাক্টর বসাতে হবে। জঞ্জাল অপসারণ দফতর শুধু ওই কম্প্যাক্টর থেকে জঞ্জাল নিয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন