ভাসমান বাজারে কংক্রিটের স্ল্যাবের উপরে থাকবে নৌকা

কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) সূত্রের খবর, ভাসমান বাজারে থাকা মোট ১২০টি পুরনো নৌকার সংস্কার করা হবে।

Advertisement

কৌশিক ঘোষ

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ০২:৩৪
Share:

পাটুলির ভাসমান বাজারে ডুবে যাওয়া এই নৌকাগুলিই সারাই করা হবে। ফাইল চিত্র

দিনের পর দিন জলে থাকার ফলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল নৌকাগুলি। কাঠ পচে গিয়ে ডুবেও গিয়েছিল বেশ কয়েকটি নৌকা। পাটুলির ভাসমান বাজারে তাই এ বার আর জলে ভাসবে না নৌকা। তার বদলে জলাশয়ের মধ্যেই কংক্রিটের স্ল্যাবের উপরে রাখা থাকবে নৌকা। চলতি মাসেই ওই ভাসমান বাজারের নৌকাগুলি মেরামতির কাজ শুরু হচ্ছে। তার পরে স্ল্যাবের উপরে রাখা হবে নৌকাগুলি।

Advertisement

কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) সূত্রের খবর, ভাসমান বাজারে থাকা মোট ১২০টি পুরনো নৌকার সংস্কার করা হবে। তার জন্য বলাগড় থেকে কারিগর নিয়ে আসা হয়েছে। ডাক পড়েছে বিশেষজ্ঞদেরও। মাস ছ’য়েকের মধ্যেই সবক’টি নৌকার সংস্কার করা সম্ভব হবে বলে কেএমডিএ কর্তৃপক্ষ জানান।

বছর দুই আগে চালু হয়েছিল পাটুলির এই অভিনব ভাসমান বাজার। কিন্তু গত বছরের প্রথম দিকে ভাসমান বাজারের কয়েকটি নৌকা জলে ডুবে যায়। তখনই দেখা যায়, বেশ কিছু নৌকার অবস্থা বেশ খারাপ। যে সমস্ত আনাজ ব্যবসায়ী ওই নৌকায় বসে আনাজ বিক্রি করেন, তাঁদের অনেকেই সমস্যায় পড়েছিলেন। কেএমডিএ-র এক আধিকারিক জানান, নৌকা কেন ডুবে গেল, তা নিয়ে বিশেষজ্ঞদের থেকে রিপোর্ট চাওয়া হয়। তাঁরা ভাসমান বাজারে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা রিপোর্টে জানান, সারা বছর জলে ডুবে থাকায় ওই নৌকাগুলির কাঠ নষ্ট হয়ে গিয়েছে। নৌকাগুলির প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা হয়নি বলেও জানানো হয়েছিল ওই রিপোর্টে। তার জন্য দায়ী করা হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই। তার পরেই নৌকা মেরামতির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে বলেন, ‘‘কেএমডিএ নিজেই নৌকাগুলির মেরামতির কাজ করবে। তবে তা কী ভাবে করা হবে, তা ঠিক করে দেবেন বিশেষজ্ঞেরা।’’

Advertisement

বিশেষজ্ঞদের পরামর্শ মতোই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ভাসমান বাজারে কংক্রিটের স্ল্যাব তৈরি করে তার উপরে নৌকা রেখে তা মেরামতির কাজ করা হবে। এক একটি নৌকার জন্য এক একটি ছোট স্ল্যাব তৈরি করা হবে। সংস্কারের কংক্রিটের স্ল্যাব-সহ নৌকাগুলি জলাশয়ের ভেতরে রাখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement