প্রতীকী ছবি।
বালি দুর্নীতি মামলায় ধৃত কলকাতার ব্যবসায়ী অরুণ সরাফকে শুক্রবার বিচার ভবনে হাজির করানো হয়। ইডি হেফাজতে রয়েছেন অরুণ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী অরিজিৎ চক্রবর্তী অভিযুক্ত ব্যবসায়ীর পাঁচ দিনের ইডি হেফাজতের আবেদন জানিয়েছেন। তাঁকে ১৮ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও অরুণের পক্ষ থেকে লিখিত ভাবে জামিনের কোনও আবেদন করা হয়নি।
আদালতে ইডির আইনজীবী দাবি করেন, এক জনের পক্ষে এত কিছু করা সম্ভব নয়। আরও কে কে আছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। অরুণ ইডি হেফাজতে থাকাকালীন বালির স্টক মিলিয়ে দেখতে ১৩টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। কিন্তু দেখা গিয়েছে, বাস্তব এবং খাতায়কলমে বালির যে হিসাব রয়েছে, তাতে গরমিল ধরা পড়েছে।
ইডির আইনজীবী আদালতে আরও জানিয়েছেন, অভিযুক্ত ব্যবসায়ী অরুণের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের দাবি, টাকার লেনদেন করতেন অরুণ এবং তিনিই বেনিফিশিয়ারি ছিলেন। এর পরই ইডির আইনজীবী জানান, আরও তদন্তের জন্য কিছু নথি নিয়ে ব্যবসায়ীকে জেরা করা প্রয়োজন। ইডি বিভিন্ন জায়গায় গিয়ে বালির স্টক খতিয়ে দেখছে। এ ছাড়াও তদন্তের স্বার্থে অরুণকে ইডির হেফাজতের নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলেও দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।
অন্য দিকে, ব্যবসায়ীর আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ‘‘আমরা মৌখিক ভাবে জামিনের আবেদন করেছি।’’ প্রসঙ্গত, এ মাসের গোড়ার দিকে ওই ব্যবসায়ীকে বালি পাচার মামলায় গ্রেফতার করে ইডি। অরুণের বিরুদ্ধে ৭৮ কোটি টাকা নয়ছয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শহরের একটি নামী মাইনিং (খনি সংক্রান্ত) সংস্থার শীর্ষ পদে রয়েছেন অরুণ। বালি নিয়ে প্রায় ৭৮ কোটি টাকার দুর্নীতির সঙ্গে তিনি জড়িত বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের দাবি, ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। উপযুক্ত তথ্যপ্রমাণও মিলেছে।