আজ রানি ভিক্টোরিয়ার পাশে থাকবে ‘চাঁদ’

ভিক্টোরিয়া মেমোরিয়াল সূত্রের খবর, বহুল চর্চিত, বহুল আলোচিত ব্রিটিশ শিল্পী লিউক জেরামের তৈরি ওই চাঁদের রেপ্লিকা ‘মিউজিয়াম অফ দ্য মুন’ শুক্রবারই শহরে চলে এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১৯
Share:

চাঁদের অবতরণ হল শহরে। আজ, শনিবার সন্ধ্যা ৬টা থেকে ভিক্টোরিয়া প্রাঙ্গণে ওই চাঁদ দেখতে পাবেন শহরবাসী। সঙ্গে কনসার্টও থাকবে—‘আ ট্রিবিউট টু দ্য মুন’!

Advertisement

ভিক্টোরিয়া মেমোরিয়াল সূত্রের খবর, বহুল চর্চিত, বহুল আলোচিত ব্রিটিশ শিল্পী লিউক জেরামের তৈরি ওই চাঁদের রেপ্লিকা ‘মিউজিয়াম অফ দ্য মুন’ শুক্রবারই শহরে চলে এসেছে। নাসার ইমেজ ব্যবহার করে ওই রেপ্লিকা তৈরি হয়েছে। যা দেখে বিভ্রম হতে বাধ্য, তা আসল নাকি নকল চাঁদ! ওই চাঁদের প্রতি সেন্টিমিটার চন্দ্রপৃষ্ঠের পাঁচ কিলোমিটারের সমান। চাঁদের গহ্বর, চন্দ্রপৃষ্ঠের হুবহু প্রতিকৃতি যেমন দেখা যাবে, তেমনই ওই চাঁদের নিজস্ব আলো রয়েছে।

সেই আলোই শনিবার ছড়িয়ে পড়বে ভিক্টোরিয়া প্রাঙ্গণে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement