পুরসভায় শূন্য পদের হিসেব তলব

কলকাতা পুরসভায় শূন্য পদের হিসেব চাইলেন পুর কর্তৃপক্ষ। মঙ্গলবার পুর ভবনে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বলা হয়েছে, কোন দফতরে কতগুলি পদ রয়েছে, তার মধ্যে ক’টি খালি— সেই হিসেব সব দফতরকে দিতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ০০:২৮
Share:

কলকাতা পুরসভায় শূন্য পদের হিসেব চাইলেন পুর কর্তৃপক্ষ। মঙ্গলবার পুর ভবনে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বলা হয়েছে, কোন দফতরে কতগুলি পদ রয়েছে, তার মধ্যে ক’টি খালি— সেই হিসেব সব দফতরকে দিতে হবে। ২০ ডিসেম্বরের মধ্যে সেই তালিকা দিতে হবে পুর কমিশনারের কাছে। তার পরেই পুরসভায় শূন্য পদের সংখ্যা জানানো হবে। এ দিনের বৈঠকে পুর কমিশনার-সহ প্রতিটি দফতরের ডিজি, পদস্থ ইঞ্জিনিয়ার ও অফিসারেরা উপস্থিত ছিলেন। ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমারও।

Advertisement

পুরসভা সূত্রের খবর, বৈঠকে আলো, পার্ক, পানীয় জল এবং হেরিটেজ দফতর নিয়ে আলোচনা হয়। এত দিন আলো দফতর চারটি জ়োনে বিভক্ত ছিল। মেয়র এ দিন জানিয়ে দেন, ১৬টি বরোর জন্য আলাদা আলাদা অফিস করতে হবে। একই পরিকাঠামো গড়তে হবে পার্ক এবং উদ্যান দফতরের ক্ষেত্রেও। তখনই বলা হয়, কর্মী-অফিসারের অভাবে অনেক জায়গায় অফিস করা যায় না। এর পরেই শূন্য পদের বিষয়টি ওঠে।

এ দিন ফিরহাদ বলেছেন, অনেক সময়েই দেখা যায় রাস্তায় আলো জ্বলছে না। প্রতিটি বরোয় আলোর দফতর নেই। এ জন্য পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। শহরের পার্কের হাল নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নন মেয়র। বৈঠকে বলেছেন, পার্ক-উদ্যান শহরের অক্সিজেন। এর যত্ন করতে হবে। জোর দেওয়া হবে ‘আর্বান ফরেস্ট্রি’তে। সেই লক্ষ্যেই তিনি পার্ক এবং উদ্যানের সঙ্গে আর্বান ফরেস্ট্রিও যুক্ত করে জানিয়ে দেন, ওই দফতর দেবাশিস কুমারই দেখবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন