kolkata police

কলকাতা সবচেয়ে নিরাপদ শহর, দাবি করলেন পুলিশ কমিশনার

তেলঙ্গানা এবংউন্নাওয়ে গণধর্ষণের ঘটনায় তোলপাড় হচ্ছে গোটা দেশ। সেই সঙ্গে এ রাজ্যেরও কয়েকটি ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, মহিলারা কতটা নিরাপদ? গত বৃহস্পতিবারই তারাতলায় ধর্ষিতা হয়েছে ছ’বছরের এক শিশু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ১৯:১০
Share:

অনুজ শর্মা। ফাইল চিত্র।

দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতা নিরাপদ। শনিবার এমনই দাবি করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।

Advertisement

তেলঙ্গানা এবংউন্নাওয়ে গণধর্ষণের ঘটনায় তোলপাড় হচ্ছে গোটা দেশ। সেই সঙ্গে এ রাজ্যেরও কয়েকটি ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, মহিলারা কতটা নিরাপদ? গত বৃহস্পতিবারই তারাতলায় ধর্ষিতা হয়েছে ছ’বছরের এক শিশু। সম্প্রতি কালীঘাটে দুই নাবালিকা এবং পঞ্চসায়রের একটি হোমের আবাসিককে গণধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল।যদিও এই ঘটনাগুলির ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। এ দিন‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’ (এসসিআরবি)-র তথ্য তুলে ধরে ‘ইনফোকম’-এর অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ‘‘কলকাতা দেশের অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে নিরাপদ। সেই সঙ্গে অপরাধ রুখতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।’’

কমিশনার যে নজরদারির কথা বলেছেন, তার প্রমাণ শুক্রবারই পেয়েছে এই শহর। কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে কলকাতার পুলিশের বিশেষ মহিলা বাহিনী ‘উইনার্স’। সঙ্গে ছিল গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার আধিকারিকেরাও। ওই রাতে ৭৪ জনকে গ্রেফতার করা হয়। আটক করা হয় ৫১টি বাইকও। এমনকি শহরে যে ক’টি ধর্ষণের অভিযোগ উঠেছে, তার সব ক’টিতেই দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন-রাতের কলকাতায় মহিলাদের সুরক্ষায় বিশেষ অভিযান, গ্রেফতার ৭৪

আরও পড়ুন-অন্যায় বুঝেও সমর্থন করছে হতাশ কামদুনি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন