বিতর্কিত সেই ব্যক্তি। নিজস্ব চিত্র।
কলকাতা মেট্রোর কামরায় সফর করার সময়ে জিনস এবং নীল টি-শার্ট পরিহিত এক ব্যক্তি আচমকা কালো রং এনে মেট্রোর রেকের দরজায় স্প্রে করে চলেছেন। কামরার সিসি ক্যামেরায় সম্প্রতি ধরা পড়েছে প্রায় এক মাস আগের ওই ছবি। বিষয়টি প্রকাশ্যে আসায় মেট্রো কর্তৃপক্ষ অভিযুক্তকে চিহ্নিত করতে তৎপর হয়েছেন। মেট্রো সূত্রের খবর, এম আর-৪০৯ নম্বর রেকের ৪০৩৬ নম্বর কোচে ওই ছবি ধরা পড়েছে। ২৭ জুন সন্ধ্যা ৭টা ১৩ মিনিট নাগাদ অভিযুক্ত ওই কাণ্ড ঘটান। ওই কোচে তখন যাত্রীও খুব বেশি ছিলেন না।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই যাত্রী কখন, কোন স্টেশন থেকে উঠেছিলেন, তা জানার চেষ্টা করছেন কর্তৃপক্ষ। নীল টি-শার্ট এবং জিনস পরিহিত ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্যে প্রয়োজনীয় প্রমাণ-সহ ঘটনার কথা মেট্রো কর্তৃপক্ষ কলকাতা পুলিশকে জানাতে চলেছেন। যদিও এক মাস আগের ওই ঘটনারতদন্তে কতটা গতি আসবে, তা নিয়ে সন্দিহান মেট্রোরই একাংশ। ওই ব্যক্তির এমন অদ্ভুত কাণ্ডে মেট্রো কর্তৃপক্ষ তাজ্জব।
বছর দুয়েক আগে নোয়াপাড়া কারশেডে কয়েক জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে মেট্রোর নতুন রেকের বাইরের দেওয়ালে একই ধরনের স্প্রে পেন্ট দিয়ে আঁকিবুঁকি কাটার অভিযোগ উঠেছিল। আর পি এফের তৎপরতায় সে বার অভিযুক্তদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে