Kolkata Metro Security

নজরদারিতে এআই-এর সাহায্য নেবেন মেট্রো কর্তৃপক্ষ! রহস্যজনক ভাবে লাইনে কাটা তার পড়ে থাকার জেরেই কি সিদ্ধান্ত

গত সোমবার রাতে বরাহনগর এবং নোয়াপাড়ার মধ্যবর্তী জায়গায় বেশ কয়েকটি স্থানে কিছু সিগন্যালিং তার কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। নিয়মিত পরিদর্শনের সময় মেট্রোর কর্মীরাই তা দেখতে পান। ওই ঘটনার পরই নজরদারি আরও বৃদ্ধি করছে মেট্রো।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ২২:২৬
Share:

কলকাতা মেট্রো। — ফাইল চিত্র।

কলকাতা মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এ বার কৃত্রিম মেধা (এআই)-ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতা মেট্রো রেল সূত্রে এমনটাই জানা গিয়েছে। কয়েক দিন আগেই মেট্রোর ব্লু লাইনে বরাহনগর এবং নোয়াপাড়া স্টেশনের মাঝে বেশ কয়েকটি জায়গায় সিগন্যালিংয়ের তার কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কী ভাবে এই তারগুলি কেটে গেল, তা নিয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য করেননি মেট্রো কর্তৃপক্ষ। তবে ওই ঘটনার দু’দিন কাটতে না কাটতেই নজরদারি বাড়াতে কৃত্রিম মেধার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ।

Advertisement

যদিও কলকাতা মেট্রোর আধিকারিক সূত্রের দাবি, ভারতীয় রেলের নজরদারি ব্যবস্থা বৃদ্ধির অংশ হিসাবেই এই কৃত্রিমমেধা ভিত্তিক সফ্‌টওয়্যারটির ব্যবহার শুরু করা হচ্ছে। তাদের বক্তব্য, কোনও ব্যক্তির সন্দেহজনক গতিবিধি যেমন এই সফ্‌টওয়্যারের মাধ্যমে চিহ্নিত করা যাবে, তেমনই কেউ মেট্রোর লাইনে পড়ে গেলে— তা-ও ধরা পড়বে এটির মাধ্যমে। বস্তুত, মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রায়শই ঘটে থাকে। তার জেরে মেট্রোর স্বাভাবিক পরিষেবাও বিঘ্নিত হয়। অনুমান করা হচ্ছে, নজরদারি বৃদ্ধির পাশাপাশি মেট্রোয় ঝাঁপ দেওয়ার প্রবণতা ঠেকাতেও এই এআই ভিত্তিক সফ্‌টওয়্যারটির সাহায্য নিতে চান কর্তৃপক্ষ।

মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে, কোনও ব্যক্তির সন্দেহজনক গতিবিধি, মেট্রো রেলের এলাকায় (যেখানে সাধারণের প্রবেশাধিকার নেই) অনুপ্রবেশ, ঘোরাঘুরি বা সিসিক্যামেরা নষ্ট করার চেষ্টা হলে— তা শনাক্ত করে ফেলবে এই সফ্‌টওয়্যারটি। গত সোমবার রাতে নিয়মিত পরিদর্শনের সময় মেট্রোর কর্মীরা দেখতে পান, বরাহনগর এবং নোয়াপাড়ার মধ্যবর্তী জায়গায় বেশ কয়েকটি স্থানে কিছু সিগন্যালিং তার কাটা রয়েছে। ওই বিভ্রাটের জেরে মঙ্গলবার সকাল থেকে নতুন তার বসানোরও কাজ শুরু হয়। ওই দিন সকাল থেকে মেট্রো লাইনের প্রভাবিত অংশে ম্যানুয়ালি সিগন্যালের মাধ্যমে মেট্রো চলাচল করে।

Advertisement

নজরদারির জন্য কৃত্রিম মেধাভিত্তিক ব্যবস্থা চালু করার পাশাপাশি জোকা-মাঝেরহাট লাইনেও পরিষেবা বৃদ্ধি করছেন মেট্রো কর্তৃপক্ষ। এত দিন শনিবার এবং রবিবার মেট্রোর ওই লাইনে পরিষেবা বন্ধ থাকত। তবে এ বার থেকে শনিবার করেও সেখানে পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার (২২ নভেম্বর) থেকেই এটি চালু হয়ে যাচ্ছে। আপ এবং ডাউন উভয় লাইনে ২০টি করে মেট্রো মিলবে। উভয় দিকেই ২১ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে শনিবার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement