কোথায় কত জল, জানাবে পুরসভা

পুরসভা সূত্রে খবর, তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, গঙ্গার জোয়ার- ভাটার খবর ও জমা জলের পরিস্থিতি জানা যাবে। একই সঙ্গে ওই প্রযুক্তির সহায়তায় শহরের কোন পাম্পিং স্টেশনে কতগুলো পাম্প চলছে, তা বাড়াতে হবে কি না, সবই পুরভবন থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন সংশ্লিষ্ট দফতরের কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ০১:৪৯
Share:

ফাইল চিত্র।

শহরে কোথায় কত জল জমেছে, কোন এলাকায় কতটা বৃষ্টি হয়েছে, এ সব তথ্য এ বার কলকাতার রাস্তায় বিভিন্ন জায়গায় টাঙানো থাকবে। কলকাতা পুরসভা বিশেষ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে চালু করছে মৌসুমি তথ্য।

Advertisement

পুরসভা সূত্রে খবর, তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, গঙ্গার জোয়ার- ভাটার খবর ও জমা জলের পরিস্থিতি জানা যাবে। একই সঙ্গে ওই প্রযুক্তির সহায়তায় শহরের কোন পাম্পিং স্টেশনে কতগুলো পাম্প চলছে, তা বাড়াতে হবে কি না, সবই পুরভবন থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন সংশ্লিষ্ট দফতরের কর্তারা। আজ, শুক্রবার মেয়র শোভন চট্টোপাধ্যায় ওই প্রযুক্তির সাহায্য নিয়ে বর্ষাকালীন পরিষেবার সূচনা করবেন। জুন থেকে অক্টোবর পর্যন্ত ওই পরিষেবা চলবে।

এক পুর-আধিকারিক জানান, খড়গপুর আইআইটি-র বিশেষজ্ঞদের সহায়তায় প্রযুক্তি তৈরি হয়েছে। আপাতত শহরের আটটি জায়গায় পাওয়া যাবে ওই তথ্য। মল্লিকবাজার, টালিগঞ্জ মেট্রো, পার্ক সার্কাস মোড়, পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক, কাঁকুড়গাছি, জাতীয় গ্রন্থাগার-সহ আরও তিনটি জায়গার মনোপোলে (স্তম্ভের উপরে ডিসপ্লে বোর্ড) তথ্য টাঙানো থাকবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন