গাড়ির ধাক্কায় মৃত ছেলে, আহত মা

পুলিশ সূত্রের খবর, ওই রাতে ছেলেকে টিউশনি থেকে নিয়ে রিকশায় চড়ে নবপল্লি রাজপুরের বাড়িতে ফিরছিলেন মা রূপা হালদার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ০৫:২৫
Share:

সুদীপ্তনাথ হালদার

গাড়ির ধাক্কায় মায়ের চোখের সামনেই মৃত্যু হল ছেলের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার পাঁচপোতা এলাকায়। গ্রেফতার করা হয়েছে গাড়িচালককে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ওই রাতে ছেলেকে টিউশনি থেকে নিয়ে রিকশায় চড়ে নবপল্লি রাজপুরের বাড়িতে ফিরছিলেন মা রূপা হালদার। পিছন থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেই রিকশায় ধাক্কা মারলে মা-ছেলে দু’জনেই ছিটকে পড়েন। পড়ে যান রিকশাচালকও। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলেটির। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম সুদীপ্তনাথ হালদার (১৪)। গুরুতর জখম রূপাদেবীকে বাইপাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মাথায় এবং কোমরে গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রিকশাচালকের আঘাত সামান্য বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, সুদীপ্ত সপ্তম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীদের কথায়, গাড়ির ধাক্কায় সুদীপ্ত মাটিতে পড়ে গেলে তারই চাকায় পিষে যায় ছেলেটি। তাঁরা জানান, গা়ড়িটা রিকশাকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সুদীপ্তকে পিষে দেয়। স্থানীয় বাসিন্দারাই গাড়িটি আটকে দেন। চালকও ধরা পড়ে যায়। মা এবং ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সুদীপ্তকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement