Kolkata news

রহস্যময় লাল কৌটো ঘিরে বোমাতঙ্ক, রবীন্দ্র সদন স্টেশনে বম্ব স্কোয়াড

জানা গিয়েছে, ওই কৌটোটি এমন জায়গায় পড়ে রয়েছে, যেখানে সাধারণ যাত্রীদের যাতায়াত করার কথা নয়।

Advertisement
শেষ আপডেট: ২৬ মে ২০১৮ ১১:৩০
Share:

প্রতীকী ছবি।

রবীন্দ্র সদন স্টেশনে রহস্যময় কৌটো। আর তা ঘিরেই বোমাতঙ্ক ছড়াল। শনিবার বেলা ১১টা নাগাদ ঘটনাটে ঘটেছে।

Advertisement

মেট্রো সূত্রের খবর, লাল রঙের একটি পরিত্যক্ত কৌটোকে ঘিরেই এই বোমাতঙ্ক। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌছেছে বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ। জানা গিয়েছে, ওই কৌটোটি এমন জায়গায় পড়ে রয়েছে, যেখানে সাধারণ যাত্রীদের যাতায়াত করার কথা নয়। সে কারণেই আরও বেশি রহস্যময় লাগছে মেট্রোর কর্মীদের কাছে।

পরিত্যক্ত ওই কৌটোর খবর পাওয়া মাত্রই মেট্রো স্টেশন খালি করে দেওয়া হয়েছে। ঘিরে রাখা হয়েছে কৌটোটি। কৌটোর ভিতরে কী রয়েছে তা পরীক্ষা করে দেখছে বম্ব স্কোয়াড। তবে মেট্রো চলাচল স্বাভাবিক বলে জানা গিয়েছে।

Advertisement

(আপডেট জানতে এই পাতায় নজর রাখুন)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement