Calcutta News

প্রেসিডেন্সিতে ভর্তির প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তি

প্রেসিডেন্সিতে ভর্তির জন্য স্নাতক এবং স্নাতকোত্তরে বেশ কিছু পরীক্ষা ছিল আজ। রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক স্তরের বহু পরীক্ষার্থীর অভিযোগ, তাঁদের যে প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হয়েছে, তাতে সংশ্লিষ্ট বিষয়ের কোনও প্রশ্নই ছিল না!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ০৫:৪০
Share:

প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তি প্রেসিডেন্সিতে।

পরীক্ষার প্রশ্নপত্র দেখে পরীক্ষার্থীরা অবাক। বুঝতেই পারছেন না, আদৌ কী বিষয়ের পরীক্ষা দিতে এসেছেন! প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকস্তরের ভর্তির পরীক্ষায় এমন কাণ্ড ঘটেছে বলেই অভিযোগ।

Advertisement

প্রেসিডেন্সিতে ভর্তির জন্য স্নাতক এবং স্নাতকোত্তরে বেশ কিছু পরীক্ষা ছিল আজ। রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক স্তরের বহু পরীক্ষার্থীর অভিযোগ, তাঁদের যে প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হয়েছে, তাতে সংশ্লিষ্ট বিষয়ের কোনও প্রশ্নই ছিল না!

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে প্রেসিডেন্সির ভর্তির পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। প্রশ্ন তারাই তৈরি করে। পরীক্ষার আসনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ে না। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ব্যবস্থাপনায় রাজ্য জুড়েই পড়ে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানান, রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক স্তরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২১৯। পরীক্ষার হল থেকে বেরিয়েই বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীরা প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তির অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, জানানো হয়েছিল পরীক্ষার প্রশ্ন আসবে একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম অনুযায়ী। কিন্তু দেখা যায়, ১০০ নম্বরের প্রশ্নপত্রে রাষ্ট্রবিজ্ঞানের কোনও প্রশ্নই নেই! রয়েছে কিছু ইংরেজি ভাষা সংক্রান্ত প্রশ্ন। আর বাদবাকিটা ‘লজিকাল রিজনিং’ টেস্ট।

Advertisement

বিষয়টি নিয়ে প্রেসিডেন্সির রেজিস্ট্রার দেবজ্যেতি কোনারকে প্রশ্ন করলে তিনি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেন, ‘‘প্রেসিডেন্সি কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসে লিখিত ভাবে জানান যে, রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নে যেন ‘লজিকাল রিজনিং’-এর জন্য ৯০ নম্বর থাকে, এবং বাকি দশ নম্বর থাকবে ইংরেজি বিষয়ের। ১৯ ফেব্রুয়ারি আমরা ওয়েবসাইটে এ নিয়ে বিজ্ঞপ্তিও দিই।’’

তবে পড়়ুয়াদের সিংহ ভাগেরই অভিযোগ, এই নোটিস তাঁরা আগে দেখেননি। তাঁরা জানুয়ারি মাসে পরীক্ষার নির্দেশিকায় দেখেছেন যে, বিষয়ভিত্তিক প্রশ্নই আসবে। শিক্ষামহলের বক্তব্য, প্রশ্নপত্রের ধাঁচে যে বদল হবে, তা নিয়ে ব্যাপক প্রচারের দরকার ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন