কিছু যাত্রী ঘটনার ভিডিয়ো করেন, সেই সূত্রেই যুগলের খোঁজ শুরু

মেট্রো সূত্রে খবর, গত ৩০ এপ্রিল মেট্রোর কামরায় এক তরুণ-তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে আপত্তি তোলেন কিছু সহযাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৮ ০২:২৭
Share:

সেই যুগল। ফাইল চিত্র

মেট্রোয় হেনস্থার ঘটনার পরে এক সপ্তাহ কেটে গেলেও খোঁজ নেই নিগৃহীত তরুণ-তরুণীর। তদন্তকারীদের কথা হয়নি ঘটনার প্রত্যক্ষদর্শীর সঙ্গেও। তবে ওই দিন বেশ কিছু যাত্রী ঘটনার ভিডিয়ো করেন বলে জেনেছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই আপাতত নিগৃহীত যুগলের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের খোঁজ শুরু করা হয়েছে। এর সঙ্গে ওই সময়ে মেট্রোর বাইরে থাকা হকার এবং রেলকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। গত সপ্তাহেই তদন্তকারীরা ওই স্টেশনে ডিউটিতে থাকা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জওয়ানদের জিজ্ঞাসবাদ করেন। কিন্তু নিগৃহীত যুগল সম্পর্কে তাঁরা তেমন কোনও তথ্য দিতে পারেননি বলে পুলিশের দাবি।

Advertisement

মেট্রো সূত্রে খবর, গত ৩০ এপ্রিল মেট্রোর কামরায় এক তরুণ-তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে আপত্তি তোলেন কিছু সহযাত্রী। বচসার মধ্যে ট্রেন দমদমে পৌঁছলে ওই যুগলকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পরেই বিভিন্ন মহলে নিন্দার ঝ়ড় ওঠে। দমদম মেট্রো স্টেশনের সামনে গোটা ঘটনার প্রতিবাদ করে বিক্ষোভ দেখান কিছু ছাত্রছাত্রী। তাঁরা স্টেশন ম্যানেজারকে স্মারকলিপিও দেন। পরে সিঁথি থানায় অভিযোগ জানান মেট্রো কর্তৃপক্ষ। তার ভিত্তিতে মারধর, জোর করে আটকে রাখা এবং হুমকির ধারা যুক্ত করে শুক্রবার থেকে তদন্তে নেমেছে পুলিশ। সোমবারও তদন্তকারীদের একটি দল মেট্রোর সদর দফতরে যায় সিসিটিভি-র ফুটেজ সংগ্রহ করতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন