ট্যাঙ্কারে পিষ্ট তরুণীর হাত

পুলিশ জানায়, নিউ আলিপুরের বাসিন্দা ওই তরুণীর নাম প্রীতি দলতানি (৩১)। সঙ্গী যুবকের নাম শিব জুমরানি। সাতাশ বছরের ওই যুবক টালিগঞ্জের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ০১:২৬
Share:

অঘটন: মোটরবাইকটি ঢুকে গিয়েছে ট্যাঙ্কারের তলায়। শনিবার, বালিতে। —নিজস্ব চিত্র।

সবেমাত্র ধরেছে বৃষ্টি। ভেজা রাস্তায় ওভারটেক করতে গিয়ে পিছলে গিয়েছিল মোটরবাইক। আর তাতেই ঘটল বিপত্তি। সামনে থাকা তেলের ট্যাঙ্কারের চাকায় পিষে গেল বাইক-আরোহী তরুণীর বাঁ হাত। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা যুবকও। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বালির দুই ও ছয় নম্বর জাতীয় সড়কের সংযোগস্থল মাইতিপাড়ায়।

Advertisement

পুলিশ জানায়, নিউ আলিপুরের বাসিন্দা ওই তরুণীর নাম প্রীতি দলতানি (৩১)। সঙ্গী যুবকের নাম শিব জুমরানি। সাতাশ বছরের ওই যুবক টালিগঞ্জের বাসিন্দা। ডানকুনি থেকে মোটরবাইকে চেপে কলকাতার দিকে ফিরছিলেন এঁরা। দু’জনের মাথাতেই হেলমেট ছিল। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, বিকেল সওয়া চারটে নাগাদ ডানকুনির দিক থেকে মোটরবাইক নিয়ে ওই দু’জন ফিরছিলেন। সামনে ছিল একটি তেলের ট্যাঙ্কার। সেটিকে কাটিয়ে এগোতে গিয়ে বৃষ্টি ভেজা রাস্তায় আচমকাই মোটরবাইকটি পিছলে যায়। ব্রেক কষেও কোনও লাভ হয়নি। বরং পিছলে গিয়ে বেশ কিছুটা ঘষটে যাওয়ার পরে মোটরবাইকটি ওই ট্যাঙ্কারের তলায় ঢুকে যায়। ছিটকে পড়েন শিব ও প্রীতি। জামা-প্যান্ট ছিঁড়ে হাতে-পায়ে চোট পান শিব। তবে প্রীতির হাত চলে যায় ট্যাঙ্কারের চাকার নীচে। কাঁধের অল্প নীচ থেকে কব্জি পর্যন্ত পুরো থেঁতলে গিয়েছে তাঁর বাঁ হাত।

পুলিশ সূত্রের খবর, কোনও মতে চালক ব্রেক কষে ট্যাঙ্কারটি থামিয়ে দেন। তাতেই প্রাণে বেঁচে যান ওই তরুণী। তবে মোটরবাইকটি ট্যাঙ্কারের নীচে ঢুকে গেলেও সেটির তেমন কোনও ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যান নিশ্চিন্দা থানা ও বালি ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীরা। হাওড়া সিটি পুলিশের অ্যাম্বুল্যান্সে চাপিয়ে দু’জনকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই ভর্তি করা হয়েছে তাঁদের। ওই তরুণীর হাতটি বাদ দিতে হবে বলেই মনে করছেন চিকিৎসকেরা। ট্যাঙ্কারটিকে আটক করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement