Kasba Rape Incident

কসবাকাণ্ড: মূল অভিযুক্তের ‘কীর্তি’ নিয়ে আলোচনা হয়েছিল কলেজ পরিচালন সমিতির বৈঠকে? খতিয়ে দেখছে পুলিশ

ইতিমধ্যেই সাউথ ক্যালকাটা ল কলেজের পরিচালন সমিতি হাজিরা খাতা বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্তের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে সেখানে আলোচনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৬:৪২
Share:

কলেজ পরিচালন সমিতির হাজিরা খাতা খতিয়ে দেখছে পুলিশ। —প্রতীকী চিত্র।

কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তের বিরুদ্ধে কলেজের পরিচালন সমিতির কাছে কোনও অভিযোগ দায়ের হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই সাউথ ক্যালকাটা ল কলেজের পরিচালন সমিতি বা গভর্নিং বডির হাজিরা খাতা (রেজিস্টার বুক) বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার আগে শেষ কবে পরিচালন সমিতির বৈঠক হয়েছিল, মূল অভিযুক্তের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে সেখানে আলোচনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

গণধর্ষণ কাণ্ডে প্রধান অভিযুক্ত কলেজেই অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন। কলেজের অধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ওই অভিযুক্ত অস্থায়ী কর্মীকে পরিচালন সমিতির রেজ়লিউশনের মাধ্যমে ৪৫ দিনের জন্য নিয়োগ করা হয়েছিল। যদিও পরে কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়ক অশোক দেব দাবি করেন, তিনি ওই অভিযুক্তের নাম চাকরির জন্য সুপারিশ করেননি।

ঘটনার পর মঙ্গলবার প্রথম বার বৈঠকে বসে কলেজের পরিচালনা সমিতি। বৈঠকে স্থির হয় সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত দু’জন ছাত্রকে বহিষ্কার করার পাশাপাশি, কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীর চাকরি থেকে ছেঁটে ফেলা হবে মূল অভিযুক্ত তথা কলেজেরই প্রাক্তন ছাত্র ‘এম’কে। সঙ্গে অন্য দুই অভিযুক্ত ছাত্র যাতে অন্য কোনও কলেজে ভর্তি না হতে পারেন, সেই বিষয়টিও নিশ্চিত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও সিদ্ধান্ত হয় য‌ে, পরিবার চাইলে ওই ছাত্রীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করবেন কলেজ কর্তৃপক্ষ। কলেজে বহিরাগতদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement