Kolkata Police

ঠাকুর দেখতে বেরিয়ে বাচ্চা বা বয়স্ক কেউ হারিয়ে গেলে কী করবেন? পাঁচ দিনের হেল্পলাইন নম্বর দিল লালবাজার

পুজো মানেই আত্মীয়, পরিবার বা বন্ধুদের সঙ্গে হুল্লো়ড়, হইচই আর আড্ডা। সারা রাত ঘুরে ঘুরে ঠাকুর দেখা। কিন্তু পুজোয় ঘুরতে বেরিয়ে বাচ্চা বা বয়স্ক কেউ যদি কেউ হারিয়ে যান, তা হলে সঙ্গে সঙ্গেই যোগাযোগ করতে পারেন কলকাতা পুলিশের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৬
Share:

পুজোমণ্ডপে ভিড়। —ফাইল চিত্র।

পুজো মানেই আত্মীয়, পরিবার বা বন্ধুদের সঙ্গে হুল্লো়ড়, হইচই আর আড্ডা। সারা রাত ঘুরে ঘুরে ঠাকুর দেখা। কিন্তু পুজোয় ঘুরতে বেরিয়ে বাচ্চা বা বয়স্ক কেউ যদি কেউ হারিয়ে যান, তা হলে সঙ্গে সঙ্গেই যোগাযোগ করতে পারেন কলকাতা পুলিশের সঙ্গে।

Advertisement

পুজোর পাঁচ দিনের জন্য হেল্পলাইন নম্বর চালু করল লালবাজার। নম্বরটি হল ৯১৬৩৭৩৭৩৭৩। এ ছাড়াও যোগাযোগ করতে পারেন লালবাজার কন্ট্রোল রুমে। সেখানে তিনটি নম্বরে যোগাযোগ করতে পারেন। সেগুলি হল— ১০০, ০৩৩-২২৫০-৫০৯০, ০৩৩-২২১৪-৩২৩০। নিখোঁজ হয়ে যাওয়া কারও ব্যাপারে পুলিশকে জানাতে যোগাযোগ করতে পারেন লালবাজারের ‘মিসিং পার্সন স্কোয়াড’-এর সঙ্গে। সেখানকার নম্বর হল— ০৩৩-২২৫০-৫১৫৩, ০৩৩-২২১৪-১৮৩৫। দক্ষিণ ২৪ পরগনার জেলা শিশু সুরক্ষা আধিকারিকের সঙ্গেও যোগাযোগ করা যাবে। নম্বরটি হল— ১০৯৮।

এই নম্বরগুলি আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। চলবে ১ অক্টোবর পর্যন্ত।

Advertisement

দেবীপক্ষের সূচনার আর এক সপ্তাহও বাকি নেই। পুজো শুরু হতেও মাত্র কয়েক দিনের অপেক্ষা। চারপাশে জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। প্রতিটি মণ্ডপেই ব্যস্ততা। পুজোয় সব কিছু যাতে সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয়, তা নজরে রেখে ব্যবস্থাপনা ঢেলে সাজাচ্ছে কলকাতা পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement