Illegal Fire Arms

ঝাড়খণ্ডের বেআইনি অস্ত্র কারখানায় কলকাতা পুলিশের হানা

মাসখানেক আগেও ঝাড়খণ্ডের ধানবাদের মাহুদায় বেআইনি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১০:০৩
Share:

গুদাম থেকে অর্ধসমাপ্ত পিস্তল থেকে শুরু করে পিস্তল তৈরির সামগ্রী এবং অস্ত্র তৈরির যন্ত্রাংশ উদ্ধার করেছে এসটিএফ। —প্রতীকী চিত্র।

ফের ভিন্ রাজ্যের বেআইনি অস্ত্র কারখানায় হানা দিল কলকাতা পুলিশের এসটিএফ। ঝাড়খণ্ড পুলিশের এটিএস-কে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে একটি অনুষ্ঠান বাড়ির ভিতরের গুদাম থেকে অর্ধসমাপ্ত পিস্তল থেকে শুরু করে পিস্তল তৈরির সামগ্রী এবং অস্ত্র তৈরির যন্ত্রাংশ উদ্ধার করেছে এসটিএফ। এক কারিগর-সহ দু’জনকে গ্রেফতারও করেছে। তাদের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা উদ্ধার হয়েছে। উল্লেখ্য, মাসখানেক আগেও ঝাড়খণ্ডের ধানবাদের মাহুদায় বেআইনি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ।

কিছু দিন আগে বেআইনি অস্ত্র-সহ কয়েক জনকে গ্রেফতার করেছিল এসটিএফ। তাদের জেরা করেই ঝাড়খণ্ডের ওই অস্ত্র কারখানার কথা জানা যায়। শুক্রবার বোকারোর গান্ধীনগরের জারডিহা আপার বাজারে ‘কাবেরী ম্যারেজ হল’ নামে একটি অনুষ্ঠান বাড়িতে যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশ ও ঝাড়খণ্ড এটিএসের দল। সেই অনুষ্ঠান বাড়ির ভিতরের গুদামে ওই অস্ত্র কারখানার সন্ধান মেলে। সেখান থেকে প্রচুর অর্ধসমাপ্ত আগ্নেয়াস্ত্র ও সেগুলি তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। গ্রেফতার করা হয় কেশব কুমার ও প্রবীণ কুমার নামে দুই অভিযুক্তকে। তাদের বাড়ি বিহারে।

পুলিশ জানিয়েছে, বিহার থেকে অস্ত্র তৈরির কারিগর নিয়ে এসে ওই কারখানায় বেআইনি অস্ত্র তৈরি করা হচ্ছিল। পুলিশের চোখকে ফাঁকি দিতেই অনুষ্ঠান বাড়ির আড়ালে ওই অস্ত্র কারখানা খুলেছিল দুষ্কৃতীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন