ট্রাম ছাড়া কলকাতার ইতিহাস অসম্পূর্ণ

একে একে বন্ধ হয়ে গিয়েছে ট্রামের বহু রুট। আগামী দিনে হয়তো থেমে যাবে আরও অনেক ট্রামের যাত্রা। কিন্তু ট্রাম ছাড়া কলকাতার ইতিহাস অসম্পূর্ণ। পুরনো ও অচল বেশ কিছু ট্রামকে অভিনব ভাবে ব্যবহার করে ট্রামের ঐতিহ্যকে তুলে ধরছে একটি পোশাক প্রস্তুতকারক সংস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ০০:০৯
Share:

শনিবার ছবিটি তুলেছেন বিশ্বনাথ বণিক।

একে একে বন্ধ হয়ে গিয়েছে ট্রামের বহু রুট। আগামী দিনে হয়তো থেমে যাবে আরও অনেক ট্রামের যাত্রা। কিন্তু ট্রাম ছাড়া কলকাতার ইতিহাস অসম্পূর্ণ। পুরনো ও অচল বেশ কিছু ট্রামকে অভিনব ভাবে ব্যবহার করে ট্রামের ঐতিহ্যকে তুলে ধরছে একটি পোশাক প্রস্তুতকারক সংস্থা। গড়িয়াহাট ট্রাম ডিপোকে ব্যবহার করে তারা সাজিয়ে তুলছে অচল ট্রামগুলি। কোনওটিকে করে ফেলা হচ্ছে মিনি সিনেমা হল। কোনওটাতে মঞ্চস্থ হবে নাটক, আবার কোনওটিতে স্রেফ আড্ডার ব্যবস্থা। একটির গায়ে আঁকা হচ্ছে ছবি। শহরের তরুণ প্রজন্ম, বিশেষ করে নানা রক ব্যান্ড, চিত্রশিল্পী, গায়কদের মেলামেশা ও আদানপ্রদানের একটি খোলামেলা মঞ্চ হিসেবেই গড়ে উঠবে জায়গাটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement