Road Accident Death Decreased

কমেছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা, সাফল্যের দাবি পুলিশের

এ দিনের সাংবাদিক সম্মেলনেকলকাতার নগরপাল মনোজ বর্মা, অভিনেতা দেব ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অন্য কর্তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১০:৫৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শহরের রাস্তায় দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে। ২০২৪-এর তুলনায় ২০২৫ সালে পথ-দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩৭টি কমেছে বলে লালবাজারের দাবি। কলকাতা পুলিশের এলাকা বাড়লেও দুর্ঘটনায় শহরের রাস্তায় মৃত্যুর সংখ্যা কমাকে পুলিশি ব্যবস্থার সাফল্য হিসেবেই দাবি করছেন লালবাজারের কর্তারা।

এ বছর কলকাতা পুলিশ আয়োজিত ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ হাফ ম্যারাথন’ অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি। সোমবার লালবাজারে সেই হাফ ম্যারাথনের পথ-নির্দেশ এবং টি-শার্ট উন্মোচন করা হয়। এ দিনের সাংবাদিক সম্মেলনেকলকাতার নগরপাল মনোজ বর্মা, অভিনেতা দেব ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অন্য কর্তারা। সেখানেই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় কমানো গিয়েছে বলে দাবি করেন নগরপাল। তিনি জানান, ২০২৪ সালে কলকাতা পুলিশ এলাকায় দুর্ঘটনায় ১৯১ জনের মৃত্যু হয়েছিল। ২০২৫ সালে সেই সংখ্যা কমে হয়েছে ১৫৪। অর্থাৎ, গত বছরের তুলনায় দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু কম হয়েছে। নগরপাল বলেন, ‘‘আগে দুর্ঘটনায় অনেক মৃত্যু হত। বছরে মৃত্যুর সংখ্যা প্রায় ৪০০ ছাড়িয়ে যেত। কিন্তু গত কয়েক বছরে এই সংখ্যা অনেক কমানো গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে ট্র্যাফিক বিধি সম্পর্কে সচেতনতা বাড়িয়ে আরও কী ভাবে দুর্ঘটনা কমানো যায়, তার চেষ্টাও সর্বদা করা হচ্ছে।’’

প্রসঙ্গত, গত কয়েক বছরে পরিধি বেড়েছে কলকাতা পুলিশের এলাকার। ২০২৪ সালের জানুয়ারিতে অন্তর্ভুক্ত হয়েছে ভাঙড় এলাকা।আপাতত, আলাদা একটি ডিভিশন করা হয়েছে ভাঙড়কে নিয়ে। ফলে এলাকা বাড়লেও গত কয়েক বছরে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা নিম্নমুখী করতে পারাকে সাফল্য হিসেবেই দেখছেন পুলিশকর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন