Lalbazar

অতিরিক্ত মাল বহন রুখতে জোর সচেতনতায়  

ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানান, অতিরিক্ত মাল বহন এবং সেই মালের উপরে বসে যাওয়ার বিপদ কোথায়, রবীন্দ্র সরণির ঘটনাটি তুলে ধরে তা বোঝানো হয়েছে পণ্যবাহী গাড়ির চালক ও আরোহীদের।

Advertisement

শিবাজী দে সরকার

কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ০৫:৪৬
Share:

—প্রতীকী চিত্র।

বহন ক্ষমতার অতিরিক্ত মাল তোলা হয়েছিল পণ্যবাহী গাড়িটিতে। সেই মালের উপরে বসেছিলেন কয়েক জন শ্রমিক। ওই অবস্থায় বেপরোয়া ভাবে যাওয়ার সময়ে
উপর থেকে পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের। গুরুতর জখম হন আরও এক জন।

Advertisement

ঘটনাটি ঘটেছিল গত সপ্তাহে, হেয়ার স্ট্রিট থানা এলাকার রবীন্দ্র সরণিতে। তা থেকে শিক্ষা নিয়ে এ বার পণ্যবাহী গাড়িতে অতিরিক্ত মাল বহন রুখতে এবং একই সঙ্গে তার উপরে বসে
যাওয়া আটকাতে নরমে-গরমে ব্যবস্থা নিতে শুরু করল লালবাজার। অতিরিক্ত মাল বহন করলে আইনানুগ পদক্ষেপ তো করা হচ্ছেই, সেই সঙ্গে পণ্যবাহী গাড়ির চালক ও খালাসিদেরও সচেতন করার কাজ শুরু করেছে বিভিন্ন ট্র্যাফিক গার্ড। লালবাজার সূত্রের খবর, পথ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার কলকাতা ট্র্যাফিক পুলিশের হেডকোয়ার্টার্স ট্র্যাফিক গার্ড রাস্তায় একাধিক পণ্যবাহী গাড়ি থামিয়ে চালক এবং আরোহীদের ওই বিষয়ে সজাগ করেছে।

ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানান, অতিরিক্ত মাল বহন এবং সেই মালের উপরে বসে যাওয়ার বিপদ কোথায়, রবীন্দ্র সরণির ঘটনাটি তুলে ধরে তা বোঝানো হয়েছে পণ্যবাহী গাড়ির চালক ও আরোহীদের। পাশাপাশি, কেউ যাতে অতিরিক্ত মাল বহন না করেন বা সেই জিনিসের উপরে বসে যাতে কেউ যান, সে ব্যাপারে চালকদের বলা হয়েছে স্ট্যান্ডে গিয়ে অন্য চালকদের বোঝাতে।

Advertisement

লালবাজার জানিয়েছে, বিগত কয়েক বছরের তুলনায় ২০২৩ সালে শহরে পথ-দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে। কিন্তু এতে আত্মসন্তুষ্টিতে ভুগতে রাজি নন পুলিশকর্তারা। দুর্ঘটনা আরও কমিয়ে আনার লক্ষ্যে সাধারণ মানুষকে আরও সচেতন করতে বলা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এ দিন তারাতলা মোড়ে দু’টি স্কুলের পড়ুয়াদের নিয়ে পথনাটিকার আয়োজন করেছিল দক্ষিণ-পূর্ব ট্র্যাফিক গার্ড। লালবাজারের এক পুলিশকর্তার কথায়, ‘‘সমাজের সব স্তরের মানুষকে পথ-বিধি সম্পর্কে সচেতন করা আমাদের কর্তব্য। ছোটদেরও রাস্তায় চলাফেরার নিয়ম জানার দরকার রয়েছে। তাই স্কুলপড়ুয়াদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন